এই পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত নই। তোষামোদ করে চলার লোক আমি নই'। এদিন শুভেন্দু-রাজীব প্রসঙ্গে প্রবীর ঘোষাল কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো অস্বস্তিতে ফেললেন। রাজীবের মতো ভালো ছেলে দলে থাকতে পারল না আক্ষেপ করে প্রবীর বাবুর মন্তব্য, শুভেন্দু অধিকারী মস্ত বড় সংগঠক। হুগলির উত্তরপাড়ার বিধায়ক এই রাজ্যে অতি পরিচিত নাম। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ১৯৮২ সাল থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন। বিরোধী নেত্রী থাকার সময় থেকে প্রবীর ঘোষাল অজস্র খবর করেছেন।
Tuesday, January 26, 2021
ভালো লোকেরা এ দলে থাকতে পারে না, বিষ্ফোরক তৃনমূল বিধায়ক প্রবীর ঘোষাল
নিজস্ব প্রতিনিধিঃ 'ভালো লোকেরা এ দলে থাকতে পারে না'। বিষ্ফোরক উত্তরপাড়ার তৃনমূল বিধায়ক প্রবীর ঘোষাল। প্রজাতন্ত্র দিবসের দিনই সাংবাদিক সম্মেলন করে দলের সমস্ত পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন। যদিও বিধায়ক পদ ছাড়ছেন না। তিনি বললেন, মানুষের কাজের জন্য বিধায়ক পদে থাকব। সোমবার হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর জনসভায় প্রবীর ঘোষাল যাননি। দলের এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথা অনেক নেতা শুনছেন না। খোদ উত্তরপাড়ার প্যারিমোহন কলেজের গভর্নিং বডি নিয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙ্গুলও তোলেন। নাম না করলেও তাঁর কেন্দ্রর সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় যে প্রবীর বাবুর নিশানায় তা স্পষ্টত বোঝাই গেল। তিনি নির্বাচনের মুখে বেসুরো হননি এই দাবি করে বলেন, 'লোকসভা নির্বাচনের পর থেকে ত্রুটি সামনে এনেছিলাম।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment