Tuesday, January 26, 2021

মানুষের ওপর বিশ্বাস নেই বলেই কলকাতা কর্পোরেশনে ভোট করালেন না, কটাক্ষ অর্জুনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মানুষের ওপর আপনার বিশ্বাস নেই। তাই কলকাতা কার্পোরেশন ভোট করাতে পারলেন না। মঙ্গলবার সন্ধ্যেতে কলকাতার পটুয়াটোলা লেনে জোড়াসাকো কেন্দ্রে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে এভাবেই বিঁধলেন রাজ্য বিজেপির সহ সভাপতি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বললেন, আপনি যদি এতই উন্নয়ন করে থাকেন, তাহলে ভোট করাতে এতো কিসের ভয়। কিছু গুন্ডা, মস্তান আর পুলিশ দিয়ে বাংলায় ক্ষমতায় আছেন। কিন্তু এবার আপনার বিদায়ের পালা। পুলিশ-গুন্ডা কেউই আপনাকে বাঁচাতে পারবে না। 
বাংলায় পদ্মফুল ফুটবেই। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, তিন মাস পুরো লকডাউনে রাজাবাজার, মেটিয়াব্রুজে গিয়ে কেন ক্ষমা চাইলেন। কি এমন কাজ করলেন ওখানে ক্ষমা চাইতে হল। অথচ আপনি বড়বাজার, এন্টালি, কাশীপুরে গিয়ে একথা বললেন না। সাংসদ অর্জুন সিংয়ের কটাক্ষ, লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড তুললেন। দিদিমণি আপনি কি বুঝে গিয়েছেন আর ক্ষমতায় থাকবেন না। তাই কি লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড তুললেন। সাংসদের দাবি, দিদিমণি বুঝে গিয়েছেন নিজের কেন্দ্রে হারবেন। তাই নন্দীগ্রামে পালাচ্ছেন। ওখানে শুভেন্দু বসে আছে। শুভেন্দু আপনাকে ৫০ হাজার ভোটে হারাবে।

No comments:

Post a Comment