Thursday, January 21, 2021

দুষ্কৃতীদের গুলিতে জখম যুবক জগদ্দলের কলাবাগান লাইনে

নিজস্ব প্রতিবেদন,ব্যারাকপুরঃ দুষ্কৃতীদের গুলিতে জখম এক যুবক। বৃহস্পতিবার রাত ৯-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কলাবাগান জুটমিল লাইনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কলাবাগান লাইনে। ঘটনাস্থলে ভাটপাড়া ও জগদ্দল থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। পেটে গুলিবিদ্ধ যুবক অনুপ চৌধুরীকে (৩০) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখমের দিদি শুশুমা চৌধুরী জানান, বহু বছর ভাই বাড়িতে ছিল না। আতপুরে দিদির বাড়িতে ছিল। এদিন বিকেলে আসে স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য। রাতে বাড়িতে খেতে আসলে দুষ্কৃতীরা হামলা চালায়।
 তাঁর অভিযোগ, সাহিল, রবি দলবল নিয়ে ভাইয়ের ওপর চড়াও হয়। ভাইয়ের পেটে ওরা গুলি চালায়।

No comments:

Post a Comment