Thursday, January 21, 2021
দুষ্কৃতীদের গুলিতে জখম যুবক জগদ্দলের কলাবাগান লাইনে
নিজস্ব প্রতিবেদন,ব্যারাকপুরঃ দুষ্কৃতীদের গুলিতে জখম এক যুবক। বৃহস্পতিবার রাত ৯-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কলাবাগান জুটমিল লাইনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কলাবাগান লাইনে। ঘটনাস্থলে ভাটপাড়া ও জগদ্দল থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। পেটে গুলিবিদ্ধ যুবক অনুপ চৌধুরীকে (৩০) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখমের দিদি শুশুমা চৌধুরী জানান, বহু বছর ভাই বাড়িতে ছিল না। আতপুরে দিদির বাড়িতে ছিল। এদিন বিকেলে আসে স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য। রাতে বাড়িতে খেতে আসলে দুষ্কৃতীরা হামলা চালায়।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment