Thursday, January 21, 2021
সাফাই অভিযানে বিজেপির যুব মোর্চার কর্মীরা ভাটপাড়ায়
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ যুব চেতনা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার কর্মীরা সাফাই অভিযান করলেন ভাটপাড়ায়। এদিন সকালে পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে নোংরা-আবর্জনা সাফাই করলেন কর্মীরা। এরপর হাসপাতাল চত্বরে তারা ব্লিচিং পাউডারও ছিটিয়ে দেন। এদিনের সাফাই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার সুবাই দাস, গৌরব সিং, সন্তোষ চৌরাশিয়া, দীপক সাউ, পিন্টু সাউ, প্রদীপ মুখার্জি-সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে যুব মোর্চার তরফে সুবাই দাস বলেন, যুব চেতনা সপ্তাহ উপলক্ষে তাদের এই সাফাই অভিযান।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment