Thursday, January 21, 2021

সাফাই অভিযানে বিজেপির যুব মোর্চার কর্মীরা ভাটপাড়ায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ যুব চেতনা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার কর্মীরা সাফাই অভিযান করলেন ভাটপাড়ায়। এদিন সকালে   পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে নোংরা-আবর্জনা সাফাই করলেন কর্মীরা। এরপর হাসপাতাল চত্বরে তারা ব্লিচিং পাউডারও ছিটিয়ে দেন। এদিনের সাফাই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার সুবাই দাস, গৌরব সিং, সন্তোষ চৌরাশিয়া, দীপক সাউ, পিন্টু সাউ, প্রদীপ মুখার্জি-সহ অন্যান্যরা।  এদিনের কর্মসূচি প্রসঙ্গে যুব মোর্চার তরফে সুবাই দাস বলেন, যুব চেতনা সপ্তাহ উপলক্ষে তাদের এই সাফাই অভিযান।
 এদিন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। তাদের লক্ষ্য, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

No comments:

Post a Comment