সূত্রে খবর, ইদানিং এক স্বঘোষিত যুব নেতার সঙ্গে সনতের কাজিয়া তুঙ্গে। সেই যুব নেতা বিধায়কের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তাতেই ক্ষোভ বেড়েছে দুর্দিনের ঘাসফুলের লড়াকু সৈনিক সনৎ দে-র। এখানেই শেষ নয়, সূত্র জানাচ্ছে, বিভিন্ন ইস্যুতে ইদানিং পুরপ্রধান গোষ্ঠীর লোকজনের সঙ্গে সনৎ শিবিরের লোকজনের বিবাদ ঘিরে একাধিকবার মারপিটের ঘটনা ঘটেছে। এতেও ক্ষোভ জন্মেছিল সনতের। বলা বাহুল্য, একরাশ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে সনতের এই ইস্তফা।
Wednesday, January 20, 2021
বাম জমানায় লড়াকু নৈহাটির সনৎ দে বীতশ্রদ্ধ হয়ে যুব পদে ইস্তফা দিলেন
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ আচমকা সিদ্ধান্ত। সভামঞ্চে থাকা দলীয় নেতারাও হতবাক। বুধবার বিকেলে নৈহাটিতে মদন মিত্রের সভা মঞ্চে দাঁড়িয়ে তৃনমূল যুব সভাপতির পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন নৈহাটির পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সনৎ দে। তাঁর এই ঘোষণায় হতবাক সভায় উপস্তিত দলীয় কর্মীরা। তবে কি কারনে তার এই পদত্যাগ। ব্যাখ্যায় সনৎ দে-র দাবি করলেন, তার সুগার বেড়েছে। শারীরিকভাবে তিনি অসুস্থ। সেই কারণে পদত্যাগ করলাম। তবে দলের একজন সাধারণ কর্মী হয়ে কাজ চালিয়ে যাব। তিনি জানিয়েছেন, জেলা সভাপতির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন। যদিও এদিন সভামঞ্চে তার বক্তৃতায় দলবাজির কথা উঠে এসেছে। তাঁর অফিসে আটবার হামলা হয়েছে। কিন্তু অভিযুক্তরা কেউ ধরা পড়েনি। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সনৎ দে-র ইঙ্গিত দলবাজির কারণেই অপরাধীদের পুলিশ ধরছে না।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment