Wednesday, January 20, 2021

জগদ্দলের নয়া বাজারে বোমাবাজি, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বোমাবাজি কিছুতেই থামছে না ব্যারাকপুর শিল্পাঞ্চলে। মঙ্গলবার রাতে জগদ্দলের ১৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজারে টিনের ছাউনির ওপর বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ালো ওই এলাকায়। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ওই বাজারের টিনের শেডে বড় ফাটল দেখা দিয়েছে। তাছাড়া বোমার সরঞ্জামের টুকরো পাশে দুর্গা মন্ডপের সামনে ছড়িয়ে ছিল। বুধবার সকালে ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে ক্ষোভ দেখান। অভিযোগ উঠেছে, বাজার সন্নিহিত মসজিদের কাছে  পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। তাদেরকে বোমাবাজির ঘটনা জানানো সত্ত্বেও পুলিশ উদাসীন ছিল। উল্টে পুলিশ স্থানীয়দের সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলেছে। বাজারের সবজি বিক্রেতা শঙ্কর সিং বলেন, কি কারনে বাজারের ছাউনিতে বোমাবাজি করা হল, তা জানি না।
 তবে পুলিশের ভূমিকা নিন্দনীয়। এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষজন। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করলেন স্থানীয়রা।

No comments:

Post a Comment