Saturday, January 16, 2021

কিষাণ মোর্চার চাটাই বৈঠক জগদ্দল গ্রামীণে

নিজপ্রতিনিধিস্ব, ব্যারাকপুরঃ সামনেই বিধানসভা নির্বাচন। ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির কিষান মোর্চাও। ভোট ব্যাঙ্ক বাড়াতে জনসংযোগে জোর দিয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলার কৃষাণমোর্চা। শনিবার জগদ্দল-৩ মন্ডলের পানপুর-কেউটিয়া পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে জগদ্ধাত্রীতলায় চাটাই বৈঠক করল কিষান মোর্চার সদস্যরা। এদিন তারা ওই মন্ডলের ১১,১২ ও ১৩ নম্বর বুথে 'এক মুঠো চাল সংগ্রহ' কর্মসূচি করেন। জগদ্দল-৩ মণ্ডলের মুকুন্দপুর গ্রামে ৩০ নম্বর বুথে অনুষ্ঠিত হল চায়ে পে চর্চা। এই কর্মসূচির অন্যতম উদ্যক্তা অজয় ঢালী। কৃষি বিলের গুরুত্ব বোঝাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার কৃষি মোর্চা সভাপতি অভিজিৎ বিশ্বাস, কৃষি সুরক্ষা প্রমুখ শিবনাথ মাহাতো, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় ভট্টাচার্য ও প্রসেনজিৎ সাহা, বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, অরুন ব্রহ্ম, অনামিকা ঘোষ, জেলার যুব মোর্চা সভাপতি সাগর রায়, মন্ডল সভাপতি নারায়ণ বিশ্বাস ও জেলার কোষাধ্যক্ষ সুনীল দে হাজির ছিলেন। 
শুক্রবার রাতে জগদ্দল মন্ডল-৩ এর বেল্লে শংকরপুর গ্রামে কৃষক
 সুরক্ষা গ্রাম সভা অনুষ্ঠিত হয় এবং পানপুর কেউটিয়া পঞ্চায়েতে এক মুষ্টি ভিক্ষা কর্মসূচি নেওয়া হয়েছিল। সবমিলিয়ে, শাসকদলকে জোর ধাক্কা দিতে তৈরি কিষান মোর্চা।

No comments:

Post a Comment