হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য বলেন, এদিন একশো জন সহকর্মীকে ভ্যাকসিন দেওয়া হল। এখানে রয়েছেন ৫৪০ জন বেনিফিসিয়ারি। ভ্যাকসিন নেবার পর আমরা সকলেই সুস্থ আছি। শরীরে কোনও সমস্যা হয়নি। তবে ২৮ দিন বাদে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
Saturday, January 16, 2021
ব্যারাকপুর, ভাটপাড়া হাসপাতালে স্বাস্হ্য কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হল
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল। শনিবার ব্যারাকপুর বি এন বসু ও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান-সহ স্বাস্থ্য কর্মীরা ভ্যাকসিন নিলেন। ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে প্রথম ভ্যাকসিন নিলেন হাসপাতাল সুপার সুদীপ্ত ভট্টাচার্য। তাছাড়া ওই হাসপাতালেই ভ্যাকসিন নিলেন স্থানীয় বিজেপি বিধায়ক শীলভদ্র দত্ত ও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment