Thursday, January 14, 2021

প্রানি পালকদের নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ জেলায়

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ প্রানী পালকদের পরামর্শ দিতে বিশেষ ব্যবস্থার বন্দোবস্ত। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের প্রাণী পালকগনদের নিয়ে অডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হল এই বিশেষ প্রশিক্ষণ শিবির। এদিনের কনফারেন্সে ৩৫ জন কৃষক উপস্থিত ছিলেন। জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী বিশেষজ্ঞ ড: চিন্ময় মাজি ও দার্জিলিং কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ড: মহামুদুল হাসান খান প্রাণী পালকদের কনফারেন্সের মাধ্যমে নানান পরামর্শ দিলেন। 
উন্নত আধুনিক প্রযুক্তিতে হাঁস, মুরগি, গরু ছাগল চাষ করা ছাড়াও ঔষধ প্রয়োগ এবং খামারকে ডিস-ইনফেকশন করা এবং গবাদি পশুর রোগ ও ভ্যাকসিনেশন প্রকৃতি নিয়ে আলোচিত হয় কনফারেন্সে। আকর্ষণীয় এই ধরনের ভার্চুয়াল কনফারেন্স ছিল কৃষকদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

No comments:

Post a Comment