সেই অটলজী আপনার বাড়ি গিয়ে আপনার মায়ের পা ছুঁয়ে নমস্কার করেছিলেন। তারপর আপনি গদ্দারি করে দিলেন। সাংসদের দাবি, এক ভাইপোকে বাঁচাতে গিয়ে মমতার দলটাই প্রায় উঠে গেল। তাসের ঘরের মতন দলটা ভেঙে চুরমার হয়ে গেল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Thursday, January 14, 2021
চিটফান্ডের কুনাল ঘোষ ভাট কটাক্ষ অর্জুন সিংয়ের
নিজস্ব প্রতিনিধিঃ মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুরাতন মালদার নলডুবিতে চায় পে চর্চা ও কৃষক সুরক্ষা গ্রাম সভা কর্মসূচীতে যোগ দিয়ে কে ডি সিং গ্রেপ্তারি প্রসঙ্গে কুনাল ঘোষকে ভাট বলে কটাক্ষ করলেন সাংসদ অর্জুন সিং। কুণাল ঘোষ বলছেন কে ডি সিংকে গ্রেপ্তার করা হল। কিন্তু মুকুল রায়কে কেন গ্রেপ্তার করা হল না। এপ্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, তৃনমূলের একটা নতুন ভাট কুনাল ঘোষ। পুলিশ যখন কুণালকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল তখন উনি বলেছেন যত চিটফান্ডের ফায়দা হয়েছে, তার নায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কুনালের সূর বদলে গেল। অর্জুনের দাবি, কে ডি সিংয়ের প্লেনে চেপে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিদিমণি এদিক-ওদিক যেতেন। কেন উনি বলছেন না মমতাকে গ্রেপ্তার করা উচিত। মীরজাফর কিংবা বিশ্বাসঘাতক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অর্জুনের চাঁচাছোলা, দিদিমণি হলেন সবচেয়ে বড় মীরজাফর। অটল বিহারী বাজপেয়ীকে সকলেই শ্রদ্ধা করতেন।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment