Thursday, January 14, 2021

রবিনসন ষ্ট্রীট কান্ডের ছায়া জগদ্দলের শ্যামনগরে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ঠিক যেন রবিনসন স্ট্রিটের কান্ড। এবার জগদ্দলের শ্যামনগর শান্তিগড়ে। দু-তিনদিন ধরে ভাইয়ের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকলেও, তাঁর দিদি কাউকেই জানায় নি। মৃতের নাম সুশান্ত কুমার দাস মজুমদার (৬২)। বুধবার বিকেলে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে দেখেন খাটের ওপর মৃত অবস্থায় ওনার দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের দিদি মিনু দাস মজুমদার মানসিক ভারসাম্যহীন। সেই সঙ্গে তিনি একজন দৃষ্টিহীন মহিলা। মিনু দেবী জানান, তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।  
দুদিন ধরে ওর কোনও সাড়াশব্দ পাইনি। স্থানীয় বিদায়ী কাউন্সিলর পার্থ দত্ত জানান, ওনাকে গত সোমবার শেষবার দেখা গিয়েছিল। কিন্তু কবে ওনার মৃত্যু হয়েছে, কেউ তা  জানে না।

No comments:

Post a Comment