Thursday, January 14, 2021
ধর্ষিতাদের দর বেঁধে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বিষ্ফোরক অগ্নিমিত্রা পাল
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ রাজ্যে মহিলারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছেন। আর মুখ্যমন্ত্রী তার রেট বেঁধে দিচ্ছেন। বুধবার বিকেলে পানিহাটিতে এসে এক সভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন কলকাতা উত্তর শহরতলি জেলার মহিলা মোর্চার উদ্যোগে পানিহাটির সভায় এসে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, নাবালিকা ধর্ষিতা হলে তার দাম ত্রিশ হাজার টাকা, সাবালিকা ধর্ষিতা হলে তার দাম ২০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী টাকা না দিয়ে দোষীদের শাস্তি দিলে, সকলেই আনন্দ পেতাম। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, ২০২১ সালে বাংলায় বিজেপি সরকার আসছেই। মোদীজীর হাত ধরে নতুন বাংলা গড়ে উঠবে। নতুন সরকারের প্রথম কাজ হবে, মহিলাদের সুরক্ষা দেওয়া।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment