-----------------------------------------------------------------
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির একজন বুথ সভাপতিকে নিজের দলে টেনে দেখাক। ওনার ক্ষমতা নেই। কিন্তু তৃনমূল থেকে পঞ্চাশ জন বিধায়ককে নিজের দলে টেনে দেখিয়ে দেবার চ্যালেঞ্জ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার খড়দার রুইয়ার ৫৬ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ওই দলটা ভেতরে ফোপরা হয়ে গিয়েছে। সাংসদ, বিধায়ক, নেতা কেউ সুখী নয়। কেউ আজ ওই দলে থাকতে চাইছেন না। উল্লেখ্য, মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন সাতজন সাংসদ এবং কয়েকজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিচ্ছেন। এদিন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তৃনমূল থেকে ৫০ জন বিধায়ককে বিজেপিতে জয়েন করিয়ে দেখিয়ে দেব। রাজ্যের অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী অমিত মিত্রকে কটাক্ষ করে তিনি বলেন, নিউটাউনে বিশাল জায়গা নিয়ে সিলিকন ভ্যালি গড়ে তোলা হয়েছিল। কিন্তু ওখানে এখন হোডিং খুলে নিচে পড়ে রয়েছে। বড় বড় ঘাস গজিয়ে উঠেছে। গরু-ছাগল চড়ে বেড়াচ্ছে। এই তো সিলিকন ভ্যালির অবস্থা।
No comments:
Post a Comment