Wednesday, January 13, 2021

বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ কাঁকিনাড়ার রথতলায়

------------------------------------------------------------------
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভাটপাড়া থানার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এ বি রোডের ধারে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েকটি ফ্লেক্স লাগিয়েছিল বিজেপি। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে ছয়-সাতটি ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নজরে আসলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির ব্যারাকপুর জেলা কমিটির সদস্য রত্নেশ্বর দাসের অভিযোগ, তৃনমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই ওরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো ফ্লেক্সগুলো ছিঁড়ে দিয়েছে। 
যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। তাদের দাবি, ওদের অভিযোগ মিথ্যা। বিজেপির নিজেদের কোন্দলের জেরে  ফ্লেক্স ছেড়ার ঘটনা ঘটেছে।

No comments:

Post a Comment