----------------------------------------------------------------
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ফাইল অনেক লম্বা। তাই তাঁকে বিজেপিতে নেওয়া যাবে না। বুধবার সকালে ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকায় চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে বললেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, সাত সাংসদ ও কয়েকজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এর উত্তরে বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, উনি একজন পাগল। ওনার সুগার বেড়েছে। তাই উল্টোপাল্টা বকছেন। মন্ত্রী নিজেই বিজেপিতে আসার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। চায়ে পে চর্চার পাশাপাশি সাংসদ অর্জুন সিং এদিন ওই ওয়ার্ডে একমুঠো চাল সংগ্রহ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। এই দুই কর্মসুচির অন্যতম উদ্যোক্তা যুব নেতা অরুন সাউ। এদিন অর্জুন সিং বলেন, বাড়ি বাড়ি থেকে একমুঠো চাল নিয়ে পাড়ার লোকজনকে খিচুড়ি খাওয়ানো হবে। এটাই দলীয় কর্মসূচি। তাছাড়া চায়ে পে চর্চা জনসংযোগ বৃদ্ধির অন্যতম উপায়। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, আগামী নির্বাচনে মমতার জুলুমের জবাব দেবে বাংলার জনতা। আর সেই নির্বাচনে মমতার দল তিন নম্বরে যাবে। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়া মন্ডল-২ সভাপতি বিশ্বজিৎ মিশ্র, বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, রামা শঙ্কর শুক্লা, অজিত সাউ, অর্জুন সাউ, বিক্রম সাউ, রাজেশ পাসোয়ান, রাজ বিশ্বাস, অরুন সিং, সুরেশ যাদব, দীপঙ্কর ভট্টাচার্য, গোপাল চক্রবর্তী, টুম্পা সাউ ও কিষান মোর্চার বিশ্বজিৎ অধিকারী, শম্ভু অধিকারী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment