Sunday, January 17, 2021

দক্ষিণ ২৪ পরগনায় ৩১ আসনের মধ্যে ২৭ টি জিতবে বিজেপি, দাবি অর্জুনের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ দক্ষিণ ২৪ পরগণা নাকি তৃনমূলের শক্ত ঘাঁটি। ওই জেলাতে ৩১টি আসনের মধ্যে ২৭ টিতে জয়লাভ করবে বিজেপি। রবিবার সকালে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কাঁকিনাড়া কাছারি রোডে চায়ে পে চর্চায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, আপনাদের আশীর্বাদে গোটা বাংলা ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি। ঘুরে উপলব্ধি করেছি, বিজেপিকে আর কেউ আটকে রাখতে পারবে না। এবারে বাংলায় বিজেপির জয় নিশ্চিত। সরকার আসবেই। এমনকি সংখ্যালঘুরাও তৃনমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বিজেপির রাজ্য সহ-সভাপতি অর্জুন সিং বলেন, শতাব্দী রায় টোপ গিলেছেন। দেখুন উনি কতদিন ওই দলে থাকে। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ধান্দার জন্য মানিকপীর বাজারে ব্যবসা করার জন্য অতি প্রাচীন একটি বট গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটা নিষিদ্ধ। কিন্তু ওরা তা মানছে না। বিল্ডিং গড়া হলেও সেটা কিন্তু ভেঙে ফেলা যায়। এদিনের চায়ে পে চর্চা কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়া মন্ডল-২ ও ৩ সভাপতি যথাক্রমে বিশ্বজিৎ মিশ্র ও মহেশ সাউ, বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, মন্ডল-২ সম্পাদক সর্বন সাউ,যুব নেতা অরুন সাউ, রাজ বিশ্বাস, অজিত সাউ, রামা শঙ্কর শুক্লা, কিষান মোর্চার বিশ্বজিৎ অধিকারী ও শ্রমিক নেতা বিনয় মন্ডল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।ম

No comments:

Post a Comment