তখন উত্তেজিত জনতা ওদেরকে মারধোর করে। সেইসময় পুলিশের গাড়ি দেখে ওরা পালিয়ে যায়। সনু সিংয়ের আরও অভিযোগ, ঘন্টা দেড়েক বাদে বাইকে চেপে ১০-১২ জন দুষ্কৃতী এসে হামলা চালায়। ওরা তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে এবং গুলি চালায়। জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে গুলি আলমারিতে লেগেছে। সূত্র বলছে, সনু সিং গারুলিয়ার পুর প্রশাসক সঞ্জয় সিং শিবিরের। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিংয়ের অভিযোগ, শ্যামনগর পাওয়ার হাউজের বাসিন্দা তৃনমূল আশ্রিত দুষ্কৃতী রাজু ও সুরজ তেওয়ারি। ওরা আতপুরের বন্ধ রামস্বরুপ কারখানা থেকে লোহার যন্ত্রপাতি দেদার চুরি করছে। ওরা জগদ্দল বিধানসভা এলাকায় অশান্তি চালানোর পর, নোয়াপাড়া অশান্ত করার চেষ্টা করছে। গারুলিয়ার তৃনমূল নেতা পঙ্কজ দাসের দাবি, দুই দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর লড়াইয়ে জেরে ওখানে বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তৃনমূলের কেউ জড়িত নয়।
Monday, January 18, 2021
তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি-গুলি গারুলিয়ায়
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোমাবাজি ও গুলির ঘটনায় তপ্ত নোয়াপাড়া থানার গারুলিয়ায়। অভিযোগ, রবিবার রাতে গারুলিয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরমাতা দীপা সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। পুরমাতার দেওরের হোটেল ভাঙচুর চালিয়ে বোমা মারার অভিযোগ উঠেছে। দীপা দেবীর দেওরের অভিযোগ, ওইদিন রাতে শ্যামনগর পাওয়ার হাউজ এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রাজু তেওয়ারি ও সুরজ তেওয়ারি দলবল নিয়ে তাদের বাড়ির সামনে বোমাবাজি করেছে এবং গুলি চালিয়েছে। অভিযোগ উঠেছে, রাজু ও সুরজ ভাটপাড়ার তৃনমূল আশ্রিত সোমনাথ শ্যাম শিবিরের। সনু সিং বলেন, মদ্যপ অবস্থায় ওরা তীব্র ভাষায় গালিগালাজ করছিল। বাসিন্দারা প্রতিবাদ করলে ওরা পিস্তল বের করে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment