এই বিষয়ে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক মলয় ঘোষ বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। যদিও তারা এভাবে দেওয়াল দখলের ঘোরতর বিরোধী।
Monday, January 18, 2021
দেওয়াল থেকে বিজেপি মুছে তৃনমূল লিখে দেবার অভিযোগ ইছাপুরে
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ দেওয়াল চুনকাম করেছিল বিজেপি। সেখানে মুছে দিয়ে তৃনমূল লিখে দেবার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর ১৪ নম্বর ওয়ার্ডের ইছাপুর কণ্ঠাধারে। বিষয়টি বিজেপি কর্মীদের নজরে এলে তারা উত্তেজিত হয়ে পড়েন। বিজেপির নোয়াপাড়া মন্ডল-৩ সভাপতি সুপ্রিয় দে'র অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে সাদা চুনকাম করা বেশ কয়েকটি দেওয়ালে বিজেপি লেখা মুছে তৃনমূল লিখে দেওয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment