পুরসভা ভোট, পঞ্চায়েত ভোট করাচ্ছে না রাজ্য সরকার। তাঁর অভিযোগ, মাওবাদী, কে এল ও জঙ্গীদের ব্যবহার করে দিদিমণি ২০১১ সালে বাংলায় জিতেছেন। এবারও ওদেরকে কাজে লাগাতে চাইছেন দিদিমণি। ওদেরকে পুরস্কার স্বরূপ চাকুরী দেবার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। রাজ্যের শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় ভিন রাজ্য থেকে বাংলায় কাজের খোঁজে শ্রমিকরা আসতেন। এখন উলট পুরাণ। বাংলার শ্রমিকরা কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। বাম-ঘাসফুল জমানায় বাংলায় শিল্পায়নের বেহাল চিত্র। তাই বাংলায় পরিবর্তনের পরিবর্তন দরকার। মানুষ চাইছেন অত্যাচার থেকে মুক্তি লাভ। তাঁর দাবি, আগামী ৩১ জানুয়ারি বড় ধরনের চমক থাকবে। যোগদানের তালিকা বেশ লম্বা-চওড়া।
Friday, January 29, 2021
শেষ জীবন বিজেপিতেই কাটাতে হবে সৌগত রায়কে, মন্তব্য দিলীপ ঘোষের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ দমদম কেন্দ্রের তৃনমূল সাংসদ সৌগত রায় বারংবার বলছেন, মরে গেলেও বিজেপিতে যাব না। শুক্রবার সকালে খড়দা দক্ষিণ মন্ডল-২ উদ্যোগে আয়োজিত চায়ে পে চর্চায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওনাকে জ্যান্ত অবস্থায় বিজেপিতে আসতে হবে। শেষজীবন ওনাকে বিজেপিতেই কাটাতে হবে। বাম-ঘাসফুল জমানার তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, বাম আমলে ভোট লুঠ হত। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারত না। ঘাসফুল জমানায় সেই একই অবস্থা। এখানে বিচিত্র গণতন্ত্র।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment