Saturday, January 30, 2021

রাজ্যে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে আশ্বাস রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বাংলায় বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। শনিবার এমনটাই দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস উপলক্ষ্যে ব্যারাকপুর গান্ধীঘাটে আসেন সস্ত্রীক রাজ্যপাল। এদিন সস্ত্রীক রাজ্যপাল প্রথমে সর্বধর্ম প্রার্থনা সভায় যোগ দেন। তারপর তাঁরা গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিনের অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত প্রমুখ।
 এদিন রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, গান্ধীজীর আদর্শ, চিন্তাধারা এবং অহিংস নীতি আজও সমগ্র বিশ্বজুড়ে প্রাসঙ্গিক। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন অবাধ,শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

No comments:

Post a Comment