Monday, February 1, 2021

অভিনব দেওয়াল লিখন বিজেপির জগদ্দলে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ দেওয়াল লিখনে অভিনবত্ব। ভোটের দামামা এখনও বাজেনি। শাসকদলকে পেছনে ফেলে আগেভাগেই দেওয়াল যুদ্ধে সামিল জগদ্দল বিধানসভা কেন্দ্রের গেরুয়া শিবিরের সৈনিকরা। এই বিধানসভা কেন্দ্রের শ্যামনগর নতুনগ্রাম অঞ্চলে দেওয়াল যুদ্ধে বিজেপির স্লোগান  'বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে'। স্থানীয় বিজেপি কর্মী তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য  সমীর দত্ত বললেন, নির্বাচন ঘোষণা না হলেও দলীয় নেতৃত্ব ভোটের কাজ শুরু করে দিয়েছেন। 
বাংলায় যে আরেকটা পরিবর্তনের পরিবর্তন আসছে, সাধারণ মানুষকে তা জানান দিতেই দেওয়াল লিখনে এই স্লোগান।

No comments:

Post a Comment