নিজস্ব প্রতিনিধিঃ অবনি লেখারার হাত ধরে টোকিও প্যারালিম্পিকে প্রথম সোনা জয় ভারতের৷ সোমবার সকালে টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ১০মিটার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনি৷ মাত্র ১৯ বছরের এই কন্যা প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারালিম্পিকে সোনা জিতলেন৷
অবনির এই সাফল্য গর্বিত হয়েছে গোটা দেশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ যোগ্যতা অর্জন পর্বে খুব ভাল ফল হয়নি অবনির৷ কিন্তু ফাইনালে দুর্দান্ত ভাবে ফিরে আসেন এই প্যারা এ্যথলিট৷ ফাইনাল খেলায় তিনি ২৪৯.৬ ফলাফল করেন৷ সেই সঙ্গে ইউক্রেনের ইরিনা শেটনিকের দখলে বিশ্বরেকর্ডও যুগ্ম ভাবে স্পর্শ করলেন অবনি৷
এই নিয়ে চলতি টোকিও প্যারালিম্পিকে ৪টি পদক এল ভারতের দখলে৷ রবিবার জাতীয় ক্রীড়া দিবসে দেশের হয়ে প্রথম পদক জেতেন গুজরাটের কৃষক পরিবারে কন্যা ভাবিনাবেন প্যাটেল৷ মহিলাদের টেবিল টেনিসের সিঙ্গেলস (ক্লাস-৪)প্রতিযোগিতায় রুপো জেতেন ভাবিনাবেন প্রতাপের। পদক লড়াইয়ে ফাইনাল খেলায় বিশ্ব চ্যাম্পিয়ান চিনের ইং ঝোয়ের কাছে ৩-০ ফলাফলে পরাজিত হন এই প্যারা এ্যথলিট৷ মাত্র ১৯ মিনিটে স্ট্রেট সেটে ১১-৭, ১১-৫, ১১-৬ ফলাফলকে ভাবিনাকে পরাজিত করেন চিনের ইং ঝোাউ৷
অন্যদিকে এদিন আরও দুটি পদক ভারতের ঝুলিতে৷ পুরুষদের হাই জাম্প ইভেন্টে (টি৪৭)উঁচু জাম্প করে রুপো জেতেন নিষাদ কুমার৷ এদিন ডিস্কাস থ্রোয়ে ব্রোঞ্চ জেতেন বিনোদ কুমার৷ অবসরপ্রাপ্ত সেনাকর্মী বিনোদ কুমার পুরুষদের (এফ-৫২)ডিস্কাস থ্রো ফাইনাল খেলায় ১৯.৯১ মিটার ডিস্কাস ছুড়ে এশীয়ার রেকর্ড গড়েন ৪১ বছরের বিনোদ কুমার৷ ফাইনাল খেলায় ১৭.৪৬ মিটার ডিস্কাস ছুঁড়ে শুরু করেন প্রাক্তন সেনা জওয়ান৷ এরপর প্রতিটি থ্রোয়ে তিনি উন্নতি করেন৷ প্রাক্তন সেনা জওয়ান বিনোদ কুমারের শেষ তিনটি থ্রো পরাক্রমে ১৮.৩২, ১৭.৮০, ১৯.১২ মিটার৷ এরপর ১৯.৯১ মিটার থ্রো করে ব্রোঞ্চ জেতেন প্রাক্তন সেনা জওয়ান৷ সেই সঙ্গে এশীয়ার রেকর্ড গড়েন বিনোদ কুমার৷
আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে দেশকে গর্বিত করায় প্যারালিম্পিকে অংশগ্রহণকারী এ্যথলিটদের কুর্নিশ জানায় 'খবর যুগান্তর' ৷