Monday, August 30, 2021

প্যারালিম্পিকে প্রথম সোনা ভারতের

নিজস্ব প্রতিনিধিঃ অবনি লেখারার হাত ধরে টোকিও প্যারালিম্পিকে প্রথম সোনা জয় ভারতের৷ সোমবার সকালে টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ১০মিটার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনি৷ মাত্র ১৯ বছরের এই কন্যা প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারালিম্পিকে সোনা জিতলেন৷ 

অবনির এই সাফল্য গর্বিত হয়েছে গোটা দেশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ যোগ্যতা অর্জন পর্বে খুব ভাল ফল হয়নি অবনির৷ কিন্তু ফাইনালে দুর্দান্ত ভাবে ফিরে আসেন এই প্যারা এ্যথলিট৷ ফাইনাল খেলায় তিনি ২৪৯.৬ ফলাফল করেন৷ সেই সঙ্গে  ইউক্রেনের ইরিনা শেটনিকের দখলে বিশ্বরেকর্ডও যুগ্ম ভাবে  স্পর্শ করলেন অবনি৷ 

এই নিয়ে চলতি টোকিও প্যারালিম্পিকে ৪টি পদক এল ভারতের দখলে৷ রবিবার জাতীয় ক্রীড়া দিবসে দেশের হয়ে প্রথম পদক জেতেন গুজরাটের কৃষক পরিবারে কন্যা ভাবিনাবেন প্যাটেল৷ মহিলাদের টেবিল টেনিসের সিঙ্গেলস (ক্লাস-৪)প্রতিযোগিতায় রুপো জেতেন ভাবিনাবেন প্রতাপের। পদক লড়াইয়ে ফাইনাল খেলায় বিশ্ব চ্যাম্পিয়ান চিনের ইং ঝোয়ের কাছে ৩-০ ফলাফলে পরাজিত হন এই প্যারা এ্যথলিট৷ মাত্র ১৯ মিনিটে স্ট্রেট সেটে ১১-৭, ১১-৫, ১১-৬ ফলাফলকে ভাবিনাকে পরাজিত করেন চিনের ইং ঝোাউ৷ 
 
 অন্যদিকে এদিন আরও দুটি পদক ভারতের ঝুলিতে৷ পুরুষদের হাই জাম্প ইভেন্টে (টি৪৭)উঁচু জাম্প করে রুপো জেতেন নিষাদ কুমার৷ এদিন ডিস্কাস থ্রোয়ে ব্রোঞ্চ জেতেন বিনোদ কুমার৷ অবসরপ্রাপ্ত সেনাকর্মী বিনোদ কুমার পুরুষদের (এফ-৫২)ডিস্কাস থ্রো ফাইনাল খেলায় ১৯.৯১ মিটার ডিস্কাস ছুড়ে এশীয়ার রেকর্ড গড়েন ৪১ বছরের বিনোদ কুমার৷ ফাইনাল খেলায় ১৭.৪৬ মিটার ডিস্কাস ছুঁড়ে শুরু করেন প্রাক্তন সেনা জওয়ান৷ এরপর প্রতিটি থ্রোয়ে তিনি উন্নতি করেন৷ প্রাক্তন সেনা জওয়ান বিনোদ কুমারের শেষ তিনটি থ্রো পরাক্রমে ১৮.৩২, ১৭.৮০, ১৯.১২ মিটার৷ এরপর ১৯.৯১ মিটার থ্রো করে ব্রোঞ্চ জেতেন প্রাক্তন সেনা জওয়ান৷ সেই সঙ্গে এশীয়ার রেকর্ড গড়েন বিনোদ কুমার৷

আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে দেশকে গর্বিত করায় প্যারালিম্পিকে অংশগ্রহণকারী এ্যথলিটদের কুর্নিশ জানায় 'খবর যুগান্তর' ৷

Sunday, August 29, 2021

বিপুল পরিমাণ আফগানি টাকা সমেত পাকড়াও দুই ব্যক্তি কলকাতায়

নিজস্ব প্রতিনিধিঃ এবার কলকাতায় তালিবান যোগ। বিপুল পরিমাণ আফগানিস্তানের টাকা সহ ধৃত দুই ব্যক্তি। বিবাদী বাগ অঞ্চল থেকে ২৫ লক্ষ ৮০ হাজার আফগানি টাকা সহ দুই ব্যক্তিকে পুলিশ পাকড়াও করেছে। 

এত আফগানি টাকা তারা কোথা থেকে কিভাবে পেল, কি উদ্দেশ্যে কবে কলকাতায় এসেছে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ওই দুই ব্যক্তির সাথে তালিবানদের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। এমনিতেই একাধিক জঙ্গি যোগের ঘটনা রয়েছে এই শহরে। এরপর তালিবানি যোগ থাকলে চিন্তা বাড়াবে কলকাতার পুলিশ-প্রশাসনকে।

অর্জুন সিংয়ের উদ্যোগে ই এস আই হাসপাতালে মিলবে করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের উদ্যোগে এবার থেকে করোনা ভ্যাকসিন মিলবে ই এস আই হাসপাতালে। গত ১৪ ই আগস্ট অর্জুন সিং কেন্দ্রের শ্রমমন্ত্রী ভূপিন্দর যাদবের সাথে দেখা করে পশ্চিমবঙ্গে ই এস আই হাসপাতালগুলোতে ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দেন। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রী ২৬ শে আগষ্ট সাংসদকে চিঠি দিয়ে জানান, তাঁর এই উদ্যোগ বাস্তাবায়িত হতে চলেছে। এবার থেকে এ রাজ্যে ই এস আই হাসপাতালে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। 
ভ্যাকসিন নিয়ে রাজ্যে বিস্তর অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়েও বিরোধী রাজনৈতিক দলের লোকেরা ভ্যাকসিন পাচ্ছে না। দালাল চক্র সক্রিয়।অনেক জায়গায় শুধুমাত্র বিজেপির লোকেদের ভ্যাকসিনের লাইন থেকে বের করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে সেই দৃশ্য ধরাও পড়েছে। ভ্যাকসিনের দুর্নীতি নিয়ে অর্জুন সিং প্রথম থেকেই সরব হয়েছেন। তাঁর সংসদীয় কেন্দ্রের বহু স্হানে এখনো পর্যন্ত বিজেপি কর্মী ও সমর্থকদের পরিবারকে ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ রয়েছে। 

এবার অন্তত বিরোধীদের ভ্যাকসিন সমস্যা মিটবে। কর্মচারী রাজ্য ও বীমা নিগম মন্ত্রণালয়ের ই এস আই হাসপাতালগুলোতে ই এস আই উপভোক্তা থেকে সাধারণ মানুষ করোনা ভ্যাকসিন পাবেন। রাজ্যের সর্বত্র ভ্যাকসিন পেতে শাসকদলের নেতাদের দয়া দাখ্যিন্য চরম পর্যায়ে পৌঁছেছে। কূপন বিলিতে  দুর্নীতির ছবি স্পষ্ট। এই পরিস্থিতিতে সাংসদ অর্জুন সিংয়ের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Saturday, August 28, 2021

জগদ্দলে নিহত শোভারানি মন্ডলের বাড়িতে সিবিআই প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধিঃ হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার জগদ্দলে সিবিআই। বৃহস্পতিবার ভাটপাড়ার কুলিডিপো এলাকায় নিহত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের বাড়িতে তদন্ত করে ঘুরে যায় সিবিআই প্রতিনিধিরা। 

আজ জগদ্দলের রাহুতা বি আর এস কলোনীতে ভোটের ফল প্রকাশের রাতে দুষ্কৃতীদের হামলায় নিহত শোভারানি মন্ডলের বাড়িতে এসে পৌঁছয় সিবিআই-র তদন্তকারী দল। এই খবর লেখা পর্যন্ত তদন্তের কাজ চলছে।

Friday, August 27, 2021

সারদা মামলায় ইডির চার্জশিট তৃণমূলের কুনাল ও সুমন চট্টোপাধ্যায়ের নামে

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে সারদা কাণ্ডে নয়া মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাপ্লিমেন্টারি চার্জশিট দিল। এই চার্জশিটে তৃনমূল নেতা কুনাল ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সারদা কাণ্ডে সিবিআই-র পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি ইডিও তদন্ত করছে। 

তৃনমূল নেতা প্রাক্তন সাংবাদিক কুনাল ঘোষের 'ষ্ট্রাটেজি মিডিয়া' ও সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের 'দিশা প্রোডাকশন ও মিডিয়া প্রাইভেট লিমিটেড' এবং 'একদিন ইন্ডিয়া মিডিয়া প্রাইভেট লিমিটেড' নামে দুটি সংস্হার লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি তদন্ত চালায়। সারদা চিটফান্ডে এই সংস্হাগুলি আর্থিক সুবিধা পেয়েছে। সেখানে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। ইডির তদন্তে সেগুলো উঠে এসেছে।

কুনাল ঘোষ প্রথমেই সিবিআই-র হাতে গ্রেপ্তার হয়েছিল। সুমন চট্টোপাধ্যায়ও গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন।
এই মুহূর্তে সারদা চিটফান্ড মামলায় ইডির চার্জশিট নতুন করে রাজনৈতিক তরজা বাড়িয়ে দিল।

Sunday, August 15, 2021

টোকিও অলিম্পিক চেনাল ভারতীয় নারী শক্তিকে

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা ৭৫-এ পড়ল। বিশ্বের দরবারে এক অভূতপূর্ন উত্থান হয়েছে এ দেশের নারী শক্তির৷ সদ্য সমাপ্ত  টোকিও অলিম্পিকে সমানে সমানে লড়াই দিয়েছেন নারীরা৷ তাঁদের কঠোর পরিশ্রম, দৃঢ় প্রতিজ্ঞা গর্বিত করেছে গোটা দেশকে৷ নারী শক্তির এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে দেশের জনতা৷ শাইখম মীরাবাই চানু, পিভি সিন্ধু, লাভলিনা পদক পেলেও ভারতীয় মহিলা হকিদল, কমলপ্রীত, মেরিকম, অদিতি অশোক এবং ভবানী সহ আরো অনেক নারীরা দেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে৷ তাঁদের অতুলনীয় প্রদর্শনে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছে নেট দুনিয়ার মানুষ৷ ভারতে হকি, ক্রিকেট, বক্সিং ব্যাডমিন্টন ইত্যাদি প্রথম সারির খেলা বাদে অন্যান্য খেলার ততটা জনপ্রিয়তা নেই৷ তাই যারা বেনামী খেলা নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তাঁরাও খুব একটা জনপ্রিয়তা পান না৷ অন্য সমস্ত খেলার তুলনায় এই খেলাগুলোর জৌলুস কম৷ 
এবারে টোকিও অলিম্পিকে অদিতি অশোক এবং ভবানী দেবী এমন দুটি বেনামি খেলা নিয়ে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন যা দেশের বহু মানুষের কাছে আজানা৷ গল্ফার অদিতির জন্ম ব্যাঙ্গালোরে৷ পাঁচ বছর বয়সে তাঁর হাতেখড়ি৷ অদিতিই প্রথম ভারতীয় গল্ফার যিনি ২০১৩ সালে এশীয় যুব গেমস, ২০১৪ তে যুব অলিম্পিক, ২০১৪ এশীয়ান গেমস ও সেই বছরই অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন৷ তখন তাঁর মাত্র ১৮ বছর বয়স। এত কম বয়সে তার আগে কেউ অলিম্পিকে গল্ফে নামেনি৷ অদিতিই প্রথম ভারতীয় ২০১৭ সালে মেয়েদের ইউরোপীয় ট্যুর খেতাব জেতেন৷ 
অদিতির বাবা আশোক রিয়াল এস্টেটে কাজ করেন৷ রিও অলিম্পিকে আশোক ছিলেন ক্যাডি (গল্ফ খেলোয়াড়ের ব্যাগ বহনকারি)৷ টোকিও অলিম্পিকে সেই ভুমিকায় ছিলেন অদিতির মা মাশ। তিনি একজন রেডিয়ো জকি৷ অদিতি মেয়েদের স্ট্রোক প্লে ইভেন্টে টানা প্রথম তিনে ছিলেন৷ দেশবাসী ধরেই নিয়িছিল গল্ফে প্রথম পদক আসছেই৷ কিন্ত শেষদিন বৃষ্টিবিঘ্নীত ম্যাচে ১৭তম হোল এ বার্ডি মারতে ব্যর্থ হন এবং চার নম্বরে গিয়ে পদক দৌড় থেকে ছিটকে যান৷ রিও অলিম্পিকে ৪১ তম স্থানে ছিলেন অদিতি৷ আর সেখান থেকে টোকিও অলিম্পিকে চতুর্থ৷
 অন্যদিকে দক্ষিণ ভারতের আরও এক কন্যা চাদালাভাদা আনষ্কা অসুন্দরামান ভবানী  টোকিও অলিম্পিকে প্রথম ফেন্সিং খেলায়  অংশগ্রহণ করেছেন৷ প্রথম বারেই ভারতকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে নিয়ে গিয়ে ইতিহাস গড়লেন৷ চেন্নাই তামিলনাড়ুর বাসিন্দা ভবানী শুরুটা দুর্দান্ত ভাবে করলেও শেষমেষ ফাইনাল রাউন্ডে পরাজিত হন৷ মহিলাদের রাউন্ড অফ সিক্সটি ফোর-এ নাদিয়া আজিজ কে ১৫-৩ ব্যাবধানে পরাজিত করে চমকে দেন দেশবাসিদের৷ তাঁর বয়েস মাত্র ২৭৷ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে এমন এক বেনামী খেলা নিয়ে ভারতের হয়ে যে দুর্দান্ত শুরু করেছিলেন তা সত্যি প্রশংসনীয়৷ চেন্নাই মুরুগা ধনুষ্কোটি গার্লস স্কুলে পড়াশুনা করতেন৷ সেখান থেকেই ফেন্সিং খেলার সূত্রপাত। তিনি প্রথমবার নাম দিয়েছিলেন ফেন্সিং প্রতিযোগিতায়৷ কিন্তু সেই সময় এই খেলাটি সম্বন্ধে কোনোরকম ধারনা ছিলনা৷ স্কুলের শিক্ষকদের সহায়তায় তিনি জ্ঞান আদায় করেন এবং এটাও জানতে পারেন যে ফেন্সিং খেলাটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল৷ অভাবের সংসারে খরচের কথা শুনে পিছিয়ে আসতে চান ভবানী৷ তাঁর বাবা সি সুন্দরামন পেশায় পুরোহিত ছিলেন ও মা গৃহকত্রী৷ বাবা- মা মেয়ের স্বপ্ন পুরণের পথে আর্থিক অনটনকে বাধা হতে দেয়নি৷ 
মেয়েকে ফেন্সিং প্রশিক্ষণের জন্য তাঁরা তাঁদের সমস্ত গয়না বিক্রি করে ৬ হাজার টাকা দিয়ে খেলার সরঞ্জাম কিনে দিয়েছিলেন৷ হাড়ভাঙ্গা খাটুনি খেটে ভবানী দেবীর অনুশীলনের খরচ মেটাতেন তাঁর বাবা৷ মেয়ের খেলার খরচ যোগানের জন্য তাঁরা কড়া নেড়েছে স্পনসরের দরজায়৷ কিন্তু কোনো লাভ হয়নি৷ দীর্ঘদিন প্রশিক্ষক ছাড়াই খেলার অনুশীলন করেন ভবানী দেবী৷ কিন্তু তাঁদের মিলছিল না সাফল্য৷ অবশেষে এক প্রতিযোগিতায় এক প্রশিক্ষকের নজরে পড়েন ভবানী দেবী৷ তিনি তাঁকে প্রশিক্ষণ দিতে রাজি হয়ে যান৷ তাঁর প্রশিক্ষণে প্রথম অনুব্বর্ধ-১৭ জাতীয় প্রতিযোগিতা সোনা জেতেন ভবানী দেবী৷ ভবানী দেবীকে খেলা শেখানোর জন্য ১০ লক্ষ টাকা ধার করে ফেলেছিলেন৷ এমন আর্থিক অনটনে ভবানী দেবী খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ সেই সময় প্রতিভাবান খেলোয়াড়ের দুর্দশার কথা জানতে পেরে তামিলনাড়ুর তৎকালিন মুখ্যমন্ত্রী জয়ললিতা তাঁকে বাড়িতে ডেকে অর্থ সাহায্য করেন৷ তাঁরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি ভবানী দেবীকে৷ ২০১৪ সালে এশীয়ান চ্যাম্পিয়ানশিপে রুপো৷ এবার প্রথম আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন৷ 

টোকিও অলিম্পিক এদেশের নারীদের কাছে একটা বড় শিক্ষা। কেননা  যে দেশে এখনো পনের বলি হতে হয় কন্যাদের। প্রত্যন্ত গ্রামে মহিলাদের ঘর থেকে বাইরে বেরতে দেওয়া হয় না৷

Sunday, August 8, 2021

ভাটপাড়ায় বিজেপি ছেড়ে তিন কাউন্সিলর তৃনমূলে যোগ দিতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভাটপাড়ায় যোগদান নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে। রবিবার সন্ধ্যেতে ভাটপাড়ার তিন বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, গীতা যাদব ও জ্যোতি সাউ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিনের যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন তৃনমূলের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া ভাটপাড়ার তৃণমূল নেতা গোপাল রাউত, দলের সভাপতি দেবজ্যোতি ঘোষ ও জগদ্দল শহর তৃণমূলের সভাপতি জিতেন্দ্র সাউ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

কিন্তু এদিন যোগদান অনুষ্ঠানে গরহাজির ছিলেন ভাটপাড়ার তৃণমূল চেয়ারম্যান ধরমপাল গুপ্তা এবং তার পুত্র যুব নেতা অমিত গুপ্তা, প্রিয়ঙ্গু পান্ডে, মন্নু সাউ। তাছাড়া ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় সিংও অনুপস্থিত ছিলেন। যদিও গোষ্ঠী দ্বন্দের বিষয় উড়িয়ে দিয়ে ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের দাবি, ধরমপাল গুপ্তা অসুস্থ এবং প্রিয়ঙ্গু পান্ডের স্ত্রী অসুস্থ। তাই ওনারা হাজির থাকতে পারেন নি।

একশো ত্রিশ কোটির ১ টি সোনা হরিয়ানার নিরাজ চোপড়া

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর অলিম্পিকে সোনা এল ভারতের ঝুঁলিতে৷ ব্যক্তিগত ইভেন্ট জ্যাভলিনে হরিয়ানার নিরাজ চোপড়া স্বর্নপদক জিতে নিলেন। শনিবার জ্যাভলিন থ্রো-র খেলায় ৮৭.৫৮ মিটার বল্লভ ছুঁড়ে প্রতিযোগিতায় প্রথম স্হান দখল করেন৷ সেই সঙ্গে অলিম্পিকে গড়লেন ইতিহাস৷ তবে এদিনের খেলা মোটেও সহজ ছিলনা৷ 

পদক জয়ের লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী তালিকায় ছিলেন, ১নম্বর জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানির জোহানেশ বেটার, ফিনল্যান্ডের লেশি এটলেটাল থেকে শুর করে চেক রিপাব্লিক ইয়াকুব ওয়াদলেজ, জার্মানির জুলিয়ান ওয়েবর, অন্যদিকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের আরশাদ নাদিম৷ জানিয়ে রাখি এদিনের খেলায় মোট ১২জন প্রতিযোগী অংশগ্রহণ করে ছিলেন৷ প্রত্যেক প্রতিযোগী ৬টি করে সুযোগ পান৷ 

এদিন প্রথম রাউন্ডে নিরাজ চোপড়া ৮৭.৩ মিটার বল্লভ ছুঁড়ে নিজেকে স্বর্ণ পদকের দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় রাউন্ডে ৮৭.৫৮ মিটার বল্লভ ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন৷ এর আগে কোনো ভারতীয় এ্যাথলিট ট্র্যাক এন্ড ফিল্ড প্রতিযোগিতায় পদক জেতেনি৷ কোয়ালিফাইং প্রথম রাউন্ডে ৮৬.৬৫ মিটার বল্লভ ছুঁড়ে গ্রুপে শীর্ষস্থান দখল করে ফাইনালে প্রবেশ করেন নিরাজ৷ 
প্রথমবার অলিম্পিকের মত আসরে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে পদকের আশা জাগিয়ে ছিলেন নিরাজ৷ অবশেষে স্বর্ণপদক জিতে বিশ্ব দরবারে ভারতকে গর্বিত করলেন৷ এর আগে ২০১৬ পোল্যান্ডে আই এ এ এফ অনুর্ধ্ব-২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে ৮৬.৪৮ মিটার বল্লভ ছুঁড়ে সোনা জেতেন। এই সাফল্যে মাত্র ১৯ বছর বয়সে নিরাজকে সেনাবাহিনীর জুনিয়ার  অফিসারের পদে নিযুক্ত করা হয়৷ এরপর ২০১৮ সালে ইন্দোনেশিয়ার যাকার্তায় এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার বল্লভ ছুঁড়ে স্বর্ণপদক পেয়েছিলেন নিরাজ৷ 

হরিয়ানার পানিপথের খান্দ্রা গ্রামের ২৪শে ডিসেম্বর ১৯৯৭ সালে এক কৃষক পরিবারে জন্ম এই সোনার ছেলের৷ চন্ডীগড় থেকে পড়াশুনা শেষ করার পর সম্পূর্ণ ভাবে নিজেকে জ্যাভলিনে নিয়োজিত করেন নিরাজ৷ তাঁর এই সাফল্যর প্রশংসা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটে লিখেছেন, অভুতপূর্ব জয়৷ জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়ে দিয়েছেন৷ আপনার উপলব্ধিতে প্রেরণা পাবে যুবরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, আজকে গোটা দেশ উৎসাহিত। নিরাজ চোপড়া আজ যা করেছেন সেটা সর্বদা মনে থাকবে৷ গৌরবময় এক ঐতিহাসিক মুহুর্ত।

Friday, August 6, 2021

কুস্তিতে রবি দহিয়ার হাত ধরে অলিম্পিকে আরো একটি রুপো ভারতের

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার কুস্তি পালোয়ান রবি কুমার দহিয়ার হাত ধরে আরও একটি রুপোর পদক পেল ভারত৷ টোকিও অলিম্পিকে বৃহস্পতিবার ৫৭ কেজি পুরুষদের কুস্তি বিভাগে ফাইনাল খেলায় রুসের কুস্তিগীর ইউগেও-র কাছে ৭-৪ এ পরাজিত হন রবি কুমার দহিয়া৷ খেলার শুরুতেই ২ পয়েন্ট নিয়ে এগিয়ে যান রুসের পালোয়ান৷ কিছুক্ষণের মধ্যই ভারতের রবি দহিয়া দুই পয়েন্ট নিয়ে ফলাফল সমান করে দেন৷ এরপর রুসের পালোয়ান এগিয়ে যান৷ 

প্রথম রাউন্ডের  পরে ২-৪ ফলাফলে পিছিয়ে ছিলেন রবি। দ্বিতীয় রাউন্ডে ইউগেও এক-একটি পয়েন্ট সংগ্রহ করে স্থিতি মজবুত করেন৷ রবি দ্বিতীয় রাউন্ডে ও দুটি পয়েন্ট সংগ্রহ করেন৷ এভাবেই রুসের পালোয়ান  ইউগেও ৭-৪ ফলাফলে স্বর্ণ পদক জিতে নেন৷ ৯বছর বাদে অলিম্পিকে রুপো পেল ভারত৷ এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে কুস্তিগীর সুশীল কুমার ফাইনালে হেরে গিয়ে রুপো পেয়েছিলেন৷ 

প্রসঙ্গত গত বুধবার ৫৭ কেজি পুরুষদের ফ্রী স্টাইলে কাজাকিস্তানের পালোয়ান নুরি ইসলামকে ৯-৭ ফলাফলে  পরাজিত করে ফাইনালে ওঠেন রবি কুমার৷ পদক জয়ের পর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ তাঁর এই সাফল্য কে কুর্নিশ জানিয়েছে হরিয়ানার জনতা৷ রীতিমতো  উৎসবে মেতেছেন৷ শুধু তাই নয়, হরিয়ানার সোনিপথের কুস্তিগীর রবিকুমারকে ৪ কোটি টাকা ও একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করার ঘোষনা করেছে সেখানকার সরকার৷ ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রশংসা করে বলেছেন, রবি কুমার দহিয়া একজন শানদার পালোয়ান৷ তাঁর লড়াইয়ের ভাবনা ততো উৎকৃষ্ট৷ তিনি অভিনন্দন জানিয়ে বলেছেন, রবির উপলব্ধিতে অনেক গর্ব আছে ভারতের৷

Thursday, August 5, 2021

চার দশকের খড়া কাটিয়ে হকিতে পদক জিতল ভারত

নিজস্ব প্রতিনিধিঃ মস্কো অলিম্পিকের চার দশক পর পদক জিতল ভারতীয় পুরুষ হকিদল৷ টোকিও অলিম্পিকে বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্চ  জিতে নিল। তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নেমে শক্তিশালী জার্মানির বিরুদ্ধে দূরন্ত খেলল ভারত৷ এদিন খেলা শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিমুর ওরুজ এর গোলে এগিয়ে যায় জার্মান৷ খেলার প্রথমে গোল খেয়ে চাপে পরে যায় ভারত। এরপর একের পর এক আক্রমণও শানায় জার্মানি৷ 

খেলার কয়েক মিনিটের মধ্য পেনাল্টি কর্নার পায় ভারত৷ কিন্তু রুপিন্দার পাল সিং সুযোগ কাজে লাগাতে পারেননি৷ এরপর ১৭ মিনিটে ভারতের সিমরণজিৎ সিংয়ের গোলে সমতা ফেরে৷ বিশ্বের তিন এবং চতুর্থ স্থানের দলে খেলা রোমাঞ্চক হয়ে ওঠে৷ ফের পাল্টা আক্রমণ শানায় জার্মানি। ২৪-২৫ মিনিটের মাথায় নিকলাস ওয়েলেন এবং বেনেডিক্ট ফুর্কে-র গোলে ১-৩ পিছিয়ে পড়ে ভারত৷ 

এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত৷ ২৭ এবং ২৯ মিনিটে হার্দিক সিং ও হরমানপ্রীত সিং পরপর দুটি গোল দিয়ে সমতা ফেরায়। খেলার হাফটাইম পর্যন্ত ফলাফল ৩-৩ হয়ে যায়৷ দ্বিতীয়ার্ধে ৩৪ মিনেটে সিমরণজীৎ সিং আরও একটি গোল করে টিম কে এগিয়ে দেয়৷ ভারতের হয়ে আরও একটি গোল করেন রুপিন্দার সিং৷ ৫-৩ ফলাফলে ম্যাচে জাঁকিয়ে বসে ভারত৷ খেলা শেষের ৮৪ মিনিট লুকাস উন্ডফেডর একটি গোল দিয়ে ব্যাবধান কমিয়ে আনে৷ শেষে ৫-৪ ফলাফলে ভারত ম্যাচটি জিতে নেয়৷ খেলা শেষ হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় পুরুষ হকি দল৷ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধি প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছে৷ প্রধানমন্ত্রী সকালে ফোন করে হকি টিমের সঙ্গে কথাও বলেন।ঐতিহাসিক দিন৷ আজকের দিনটি প্রত্যেক ভারতবাসী মনে রাখবে৷ ১৯৮০ সালের পর ফিনিশিং পোডিয়ামে উঠল ভারতীয় হকিদল৷ অলিম্পিকে ব্রোঞ্চ জেতার পর থেকেই হকিদলের খেলোয়াড়দের জন্য একের পর এক পুরষ্কারের ঘোষনা চলছে৷

Wednesday, August 4, 2021

'খেলা হবে' বাংলা ছবির চটুল সংলাপের মতোই রাজনীতির ময়দানে ঢুকে পড়েছে

চিত্ত ওঝাঃ উত্তম-সুচিত্রার পর বাংলা সিনেমা বেশ খানিকটা সমস্যায় পরেছিল। শেষে আশির দশকে টালিগঞ্জ নতুন আঙ্গিকে ঘুরে দাঁড়াল দু'জন পরিচালকের হাত ধরে। যাদের মূল রসায়ন ছিল চোখা চোখা সংলাপ। সেই ধারা আড়াই দশক ধরে বজায় থাকল। পরবর্তীতে দক্ষিণ ভারতের ছবির অনুকরণে সংলাপ, একশান এবং গল্প ঢুকে পরল টলি পাড়ায়। সেরকমই 'মারব এখানে লাশ পড়বে শ্মশানে', 'মার গুর দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা' এরকম সংলাপ গ্রাম বাংলা জুড়ে মাত করেছিল। এক ছোবলে ছবি থেকে টুম্পা গানের লিরিক যা একুশের বিধানসভা নির্বাচনে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছিল। ঠিক তেমনি বাংলার রাজনীতির ধারা এখন টালিগঞ্জের পথেই বইছে বলে মনে করেন ছাপহীন সুচিন্তিত বহু ব্যক্তিত্ব।  ভোটের অনেক আগে থাকতেই যার পরখে পরখে ছোঁয়া ছিল।

২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃনমূল ১৮ টি আসনে হেরে দিশেহারা হয়ে পরল। দল ও সরকার বাঁচাতে যুক্ত হলেন পেশাদার প্রশান্ত কিশোর। তিনিই প্রথম 'দিদিকে বল' দিয়ে শুরু করলেন। ধাপে ধাপে 'বাংলার গর্ব মমতা', 'বাংলা নিজের মেয়েকে চায়', 'দুয়ারে সরকার' এবং শেষে 'খেলা হবে'। এ যেন হিট ছবির ফিট ডায়লগ। তৃনমূলের রাজ্য জয়ে এখন মুখে মুখে ঘুরছে খেলা হবে। অটো-টোটোওয়ালা থেকে সব্জি-মাছ বিক্রেতা, হকার থেকে বাস কন্ডাক্টর রসিকতা করে বলছে 'খেলা হবে'।

টলি পাড়ার বানিজ্যিক ছবির মতোই এই রাজনৈতিক সংলাপ ঘিরে শাসক বিরোধী দ্বন্দ লেগেই রয়েছে। ভোট পরবর্তী রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা নিয়ে বিরোধী দল বিজেপি দাবি করে, এই খেলা হবে-র অর্ন্তনিহিত মানে মারধর, লুটপাট, ধর্ষণ, খুন। যা নাগাড়ে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর প্রয়োগ হয়ে চলেছে। এখন আবার বহু জায়গায় তৃনমূলের গোষ্ঠী কাজিয়ায় ব্যবহৃত হচ্ছে। যদিও তৃনমূল অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে।

 তবু কিছু রঙ বিহীন মানুষ আছে যারা রাজ্যের সাম্প্রতিক ঘটে যাওয়া পরস্পর ঘটনার সঙ্গে সংলাপের নমুনা দেখতে পাচ্ছেন। এমনই এক ঘটনা বুধবার উত্তরবঙ্গের তুফান গঞ্জে ঘটল। একাদশ শ্রেণীর ছাত্রী অর্পিতা রাভাকে স্হানীয় বারো কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট আনতে গিয়ে লাঞ্ছিত হতে হল। কেননা তার বাবা বিজেপি করে। অভিযোগ, পঞ্চায়েত অফিসে ঢুকতেই বাধা দেয় কয়েকজন তৃনমূল নেতা। রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। এরপর সে  কয়েকজন ছাত্রীকে নিয়ে প্রতিবাদে রাস্তায় বসে পরে। শেষে বক্সিরহাট থানা থেকে পুলিশ ছুটে আসে। এটা কোন ধরনের খেলা তা বুঝতে কারো বাকি নেই। যদি এই খেলাই রাজ্য জুড়ে চলতে থাকে তাহলে অচিরেই রাজনীতি টলি পাড়ার জায়গা নেবে।

Tuesday, August 3, 2021

নিমতায় বৃহন্নলা খুনে মূল অভিযুক্ত মহম্মদ কাবার ওরফে ছোট্টু টিটাগড় থেকে ধৃত

নিজস্ব প্রতিনিধিঃ নিমতা থানার উত্তর দমদমে বৃহন্নলা সুমনা খুনের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ কাবার ওরফে ছোট্টু গ্রেপ্তার। সোমবার রাতে টিটাগড়ের উড়ান পাড়া থেকে তাকে পাকড়াও করে নিমতা থানার পুলিশ। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও তার কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় ছোট্টু খুনের কথা স্বীকার করেছে। এই ঘটনায় আগেই পুলিশ মহম্মদ লাডলা নামে এক বৃহন্নলাকে টিটাগড় থেকে ধরেছিল। 
ধৃতের দাবি, তার এলাকায় ঢুকে কাজ করত সুমনা। অথচ টাকার ভাগ দিত না।
গত ১ লা আগস্ট সন্ধ্যার পর উত্তর দমদমের ৩ নম্বর ওয়ার্ডে সাবিত্রী পল্লীতে গুলিতে খুন হন বছর ৩৫ এর বৃহন্নলা সুমনা ধর। ধৃত ছোট্টু পুলিশকে জানিয়েছে, ওই দিন সুমনা নিমন্ত্রণ খেয়ে ফিরছিল। টিটাগড় থেকে একটা অটো তিন হাজার টাকায় ভাড়া করে লাডলাকে সঙ্গে নিয়ে ওর বাড়ির সামনে আগেভাগে পৌঁছে যাই। সুমনা বাড়ির দিকে যেতেই ওর পিছু নিয়ে পর পর পিঠের দিকে তিনটি গুলি চালাই। গুলি সেই চালিয়েছিল বলে স্বীকার করে। সুমনা নিমতা এলাকায় বৃহন্নলাদের প্রধান ছিল। খুনে অভিযুক্তদের কঠোর সাজার দাবি তুলেছে বৃহন্নলা সমাজ।

Monday, August 2, 2021

ইতিহাস গড়লেন অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের রুপোলী পর্দার 'চক দে ইন্ডিয়া' র মুহুর্ত ভেসে উঠল টোকিও অলিম্পিকে৷ সোমবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী অস্ট্রেলীয়াকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল৷ এদিন খেলার প্রথমার্ধে গোল শুন্য হলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুরুজীত কৌর৷ তাঁর গোলে ১-০ ফলাফলে এগিয়ে যায় রানীর দল৷

 তবে পাল্টা আক্রমণ শানায় অস্ট্রেলীয়াও৷ প্রতিপক্ষের করা আক্রমণকে পরিকল্পনামাফিক প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় মহিলারা৷ তবু অস্ট্রেলীয়ার আক্রমণ অব্যাহত থাকে৷ একের পর এক আক্রমণকে আটকে দেন মহিলা দলের গোলরক্ষক সবিতা৷ পুরো খেলায় অস্ট্রেলীয়ার করা আক্রমণে নয়টি সেভ করেন সবিতা৷ তার মধ্য সাতটি পেনাল্টি কর্নার বাঁচিয়েছেন৷ ভারতীয় মহিলাদের দাপটে দাঁড়াতে পারেনি অস্ট্রেলীয়রা৷ বিশ্বের দুই নম্বর দলের বিরুদ্ধে শেষ অবধি অসাধরণ দাপটের সঙ্গে খেলে জিতল ভারতের মহিলারা৷ ম্যাচ জেতার পর থেকে অভিনন্দন বার্তায় ভাসছেন রানীরা৷ তাঁদের এই সাফল্য গর্বিত হয়েছে গোটা দেশ৷ 

প্রাক্তন হকি তারকা যুগরাজ সিং ট্যুইট করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷ ট্যুইটে তিনি লিখেছেন 'গর্বিত করেছ'৷ পরের খেলার জন্য রইল শুভেচ্ছা৷ জাতীয় হকি পুরুষ দলের প্রাক্তন স্ট্রাইকার জগবীর সিং ট্যুইটে লিখেছেন 'মনে রাখার মত মুহুর্ত'৷

কিন্তু লড়াই শেষ হলেও যুদ্ধ শেষ হয়ে যায়নি৷ সেমিফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে ভারত৷ যদিও রানীদের মনোবল অনেকটাই বাঁড়িয়ে দিয়েছে এই জয়৷ প্রসঙ্গত, এই নিয়ে তিনবার অলিম্পিক খেলছে ভারতের মহিলা দল। এর আগে  ১৯৮০ তে রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে চতুর্থ স্থানে সফর শেষ করেছিল ভারতের হকি দলের মেয়েরা৷ এরপর  ২০১৬-এ খেলেছিল৷ তবে উল্লেখ্যযোগ কিছু করতে পারেনি৷ তৃতীয় প্রচেষ্টায় কোয়ার্টার ফাইনালে বিশ্বের দুই নম্বর দলকে ১-০গোলে পরাজিত করে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা৷ চক দে হো চক দে ইন্ডিয়া।

দীর্ঘ বছর পর অলিম্পিকের সেমিফাইনালে ভারতীয় পুরুষ হকি দল

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৪৯ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে সেমিফাইনালে উঠল ভারতীয় পুরুষ হকি দল৷ ১লা আগস্ট সুপার সান্ডেতে টোকিও অলিম্পিকে দুটি সুখবর ভারতের৷ একদিকে তৃতীয় স্থানের লড়াইয়ে চিনের শাটলার কে দুটি সেটে হারিয়ে ব্রোঞ্চ জিতলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু৷ অন্যদিকে এদিনই কোয়ার্টার ফাইনাল খেলায় ব্রিটেনকে ৫-১ গোলের ব্যাবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করল হকি দল৷ আরো একটি পদক নিশ্চিত ভারতের৷ এদিন কোয়ার্টার ফাইনাল ম্যাচে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হয় ম্যান ইন ব্লু৷ 

খেলা শুরু হওয়ার সাত মিনিটে মাথায় টিম ইন্ডিয়ার হয়ে প্রথম গোল করেন দলপ্রীত সিং৷ ষোলো মিনিটে আরও একটি গোল করেন গুরজন্ত সিং৷ খেলার দ্বিতীয়ার্ধ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে যায় ভারত৷ এরপর ৪৫ মিনিটের মাথায় গ্রেট ব্রিটেনের খেলোয়াড় স্যামুয়েল ইয়ান ওয়ার্ড একটি গোল করায় ২-১ হয়ে যায়৷ এরপর খেলার শেষ লগ্নে ৫৭ মিনিটে হার্দিক সিং গোল করে ভারতের ঐতিহাসিক জয়ে মোহর লাগিয়ে দিলেন। 

৩-১ ফলাফলে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল ম্যান ইন ব্লু৷ শেষ চারের লড়াইয়ে  শক্তিশালী বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া৷। গ্রুপ পর্বে প্রথম খেলায় অস্ট্রেলীয়ার কাছে ৭ গোল হজম করতে হয়েছিল ভারতকে৷ হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া৷ একের পর এক ম্যাচ জিতে অপ্রতিরোধ্য ভারতীয় হকি দল৷ 

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে শেষবার সেমিফাইনালে উঠেছিল ভারত৷ এরপর ১৯৮০ মস্কো অলিম্পিকে স্বর্ণ পদক জেতে ভারত৷ কিন্তু সেই সময় মাত্র ছয়টি দল অংশগ্রহণ করেছিল৷ রাউন্ড রবিন লিগে শীর্ষে থাকা দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছিল৷ ২০২১ টোকিও অলিম্পিকের সেমিফাইনালে টিম ইন্ডিয়া পদকের আশা করছে একশো ত্রিশ কোটির ভারতীয় জনতা৷ টিম ইন্ডিয়ার দলপ্রীত সিং রাও চাইবেন ইতিহাস লিখতে৷ চক-দে-ইন্ডিয়া

ভারতের নারীশক্তির দাপট অব্যাহত অলিম্পিকে

নিজস্ব প্রতিনিধিঃ টোকিও অলিম্পিকে নারীশক্তির দাপট অব্যাহত৷ শাইখম মীরাবাই চানুর পর শাটলার পি বি সিন্ধু তৃতীয় স্থানের লড়াইয়ে চিনের হে বিং জিয়ায়োকে পরাজিত করে ব্রোঞ্চ জিতলেন৷ তাঁর এই সাফল্যে গর্বিত গোটা দেশ৷ খেলা শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সকলে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷ 

প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ভারতের গর্ব সিন্ধু৷ মেয়ের সাফল্যে গর্বিত হয়েছেন তাঁর বাবা-মাও৷ রবিবার মৌসানো ফরেস্ট স্পোর্টস প্লাজায় তৃতীয় স্থানের লড়াইয়ে আহত বাঘিনীর অগ্রাসী মনোভাব ঝাঁপিয়ে পড়ে চিনের হি বিং জিয়ায়োর ওপর৷ ৫৩ মিনিটে দুটি সেটে সিন্ধুর সামনে দাঁড়াতে পারেননি চিনের হি বিং জিয়ায়ো৷ একের পর এক স্ন্যাপ ও দুরন্ত প্লেসমেন্টে বাজিমাত করেন ভারতীয় শাটলার৷ ২১-১৩,২১-১৫ ফলাফলে জিতলেন৷ 

ব্রোঞ্চ পদক জিতে আগামী ৩রা আগস্ট ফিরছেন দেশের গর্ব সিন্ধু৷ চলতি অলিম্পিকে সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক পেল ভারত৷ তিনি রিও অলিম্পিকে রুপো ও টোকিও অলিম্পিকে ব্রোঞ্চ জিতে ভারতের প্রথম মহিলা খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করলেন। তাঁর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্চ ও  ২০১২ লন্ডন অলিম্পিকে রূপো জিতে ভারতের প্রথম পুরুষ খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেছিলেন কুস্তি পালোয়ান সুনিল কুমার৷ 

সংবাদ মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে পিভি সিন্ধুর বাবা পি বি রমনা জানিয়েছেন, সেমিফাইনালে চিনের খেলোয়াড় জু ইংয়ের কাছে ১৮-২১, ১২-২১ ফলাফলে পরাজিত হওয়ার পর কেঁদে দিয়েছিল মেয়ে৷ আমি তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম এই গেমে ফোকাস করতে৷ পিভির মা জানিয়েছেন, রূপো হোক কিংবা ব্রোঞ্চ পদক পদকই হয়৷ মেয়ের সাফল্যে আমরা গর্বিত৷ পিভি আগামী অলিম্পিকেও খেলবে৷

Sunday, August 1, 2021

মুখে ৭ টি সেলাই নিয়ে খেলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন বক্সার সতীশ কুমার

নিজস্ব প্রতিনিধিঃ মুখে মারাত্মক আঘাত নিয়ে খেলতে নেমে বিশ্ব চ্যাম্পিয়ান বক্সারের কাছে হেরে টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার সতিশ কুমার৷ উল্লেখ্য প্রি-কোয়ার্টার ম্যাচে মুখে চোট লাগে সতীশের৷ সেলাইও পড়ে৷ মুখে সাতটি সেলাই নিয়ে রবিবার পুরুষদের ৯১ কেজি বক্সিং বিভাগের কোয়ার্টার ফাইনাল খেলায় বিশ্ব চ্যাম্পিয়ানের বিরুদ্ধে রিঙে নামেন সতীশ৷ একটি ম্যাচ জিতলেই দেশের হয়ে পদক নিশ্চিত ছিল। তাই নিজের কথা না ভেবে রিঙে নেমে পড়েন সতীশ৷ 

রিঙে নামার ঘন্টাখানেক আগে মেডিকেল টিমের কাছ থেকে সুস্থতার সার্টিফিকেট নিয়েও ফেলেন। নিজের সর্বস্ব দিয়ে লড়ে গেলেন সতীশ৷ কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না৷ ৬ ফিট ৯ ইঞ্চি লম্বা মাপের বক্সারের বিরুদ্ধে নিজের সেরা লড়াইটি লড়লেন সতীশ৷ বিশ্ব চ্যাম্পিয়ান উজবেকিস্তানের বাখোদির জালোলভের কাছে ৫-০ ফলাফলে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিতে হল ভারতীয় বক্সার সতীশ কুমারকে৷ তবে তাঁর চোট না থাকলে ফলাফলটি অন্য রকম হতে পারত৷ 

প্রসঙ্গত, গত ভারতীয় ওপেনে বিশ্ব চ্যাম্পিয়ান এই জালোলভেকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন এই ভারতীয় বক্সার৷ ইতিমধ্যেই পুরুষদের বক্সিং বিভাগ থেকে বিদায় নিয়েছেন অমিত পাঙ্গাল, মণীষ কৌশিক, বিকাশ কৃষাণ, আশীষ কুমার৷ এবার টোকিও থেকে বিদায় নিলেন সতীশও৷ তবে তাঁর রক্ত এবং ঘাম ঝরানো লড়াইকে সামাজিক মাধ্যমে কুর্নিশ জানিয়েছে দেশের আপামর জনতা৷

অলিম্পিকে সেরা থ্রো করে ফাইনালে পাঞ্জাব কন্যা কমলপ্রীত কাউর

নিজস্ব প্রতিনিধিঃ সেরা থ্রো করে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ান সানদ্রা পোরকোভিক্সকে পরাজিত করে সরাসরি ফাইনালে উঠলেন পাঞ্জাবের কন্যা কমলপ্রীত কাউর৷ টোকিও অলিম্পিকে শনিবার সকালে ব্যাডমিন্টন কন্যা পি ভি সিন্ধু সেমিফাইনালে হেরে গিয়ে যখন বিদায় নিলেন ঠিক সেই সময় ডিস থ্রো প্রতিযোগিতায় সেরা থ্রো করে আরও একটি পদকের আশা জাগিয়ে তুললেন কমলপ্রীত৷ 

তিনি নিজের সেরা প্রদর্শনে সবাইকে অবাক করে দিয়েছেন৷ এদিন ডিস থ্রো প্রতিযোগিতায় ৬৪ মিটার থ্রো করেন কমলপ্রীত। এই ইভেন্টেই তাঁর ৬৬.৫৯  সর্বোচ্চ ভাল প্রর্দশন রয়েছে৷ যদি তিনি তার ধরে রাখেন তাহলে পদক নিশ্চিত বলার অপেক্ষা রাখেনা৷ কমলপ্রীত এই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছেন৷ এদিন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ৬০.২৫ মিটার, দ্বিতীয় রাউন্ডে ৬৩.৯৭ মিটার এবং অন্তিম রাউন্ডে ৬৪ মিটার ফলাফল করে ফাইনালে ওঠেন৷ আগামী ২রা আগস্ট প্রতিযোগিতার ফাইনাল। 

এই খেলায় আরো এক এ্যাথলেটিক্স সিমা পুনিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করতে না পেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন৷ গ্রুপ-এ এর কোয়ালিফিকেশন রাউন্ডে সীমা পুনিয়া ১৬ নং স্থানে থেকে শেষ করলেন টোকিও অলিম্পিকের যাত্রা৷ 

ডিস থ্রো কন্যা কমলপ্রীতের বাড়ি পাঞ্জাবের মুক্তাসর সাহিব জেলায়৷ কমলপ্রীত ৬৫.৬ মিটার ডিস থ্রো করে টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করেন৷ কমলপ্রীত ছোট থেকে পড়াশুনায় ভাল ছিলেন না৷ একদিন কমলের প্রশিক্ষক স্টেট লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেন৷ সেখানে কমল চতুর্থ স্থান দখল করে শেষ করেন৷ তারপর থেকেই কমল খেলাধূলায় মন দিতে শুরু করেন৷ ২০১৪ সালে নিজের গ্রামের ভারতীয় খেল প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন শুরু করেন৷ দু'বছর বাদে ২০১৬ সালে অনুব্বর্ধ ১৮ এবং অনুব্বর্ধ ২০ তে ন্যালনাল চ্যাম্পিয়ান হন৷