নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের উদ্যোগে এবার থেকে করোনা ভ্যাকসিন মিলবে ই এস আই হাসপাতালে। গত ১৪ ই আগস্ট অর্জুন সিং কেন্দ্রের শ্রমমন্ত্রী ভূপিন্দর যাদবের সাথে দেখা করে পশ্চিমবঙ্গে ই এস আই হাসপাতালগুলোতে ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দেন। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রী ২৬ শে আগষ্ট সাংসদকে চিঠি দিয়ে জানান, তাঁর এই উদ্যোগ বাস্তাবায়িত হতে চলেছে। এবার থেকে এ রাজ্যে ই এস আই হাসপাতালে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।
ভ্যাকসিন নিয়ে রাজ্যে বিস্তর অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়েও বিরোধী রাজনৈতিক দলের লোকেরা ভ্যাকসিন পাচ্ছে না। দালাল চক্র সক্রিয়।অনেক জায়গায় শুধুমাত্র বিজেপির লোকেদের ভ্যাকসিনের লাইন থেকে বের করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে সেই দৃশ্য ধরাও পড়েছে। ভ্যাকসিনের দুর্নীতি নিয়ে অর্জুন সিং প্রথম থেকেই সরব হয়েছেন। তাঁর সংসদীয় কেন্দ্রের বহু স্হানে এখনো পর্যন্ত বিজেপি কর্মী ও সমর্থকদের পরিবারকে ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ রয়েছে।
এবার অন্তত বিরোধীদের ভ্যাকসিন সমস্যা মিটবে। কর্মচারী রাজ্য ও বীমা নিগম মন্ত্রণালয়ের ই এস আই হাসপাতালগুলোতে ই এস আই উপভোক্তা থেকে সাধারণ মানুষ করোনা ভ্যাকসিন পাবেন। রাজ্যের সর্বত্র ভ্যাকসিন পেতে শাসকদলের নেতাদের দয়া দাখ্যিন্য চরম পর্যায়ে পৌঁছেছে। কূপন বিলিতে দুর্নীতির ছবি স্পষ্ট। এই পরিস্থিতিতে সাংসদ অর্জুন সিংয়ের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
No comments:
Post a Comment