Sunday, August 29, 2021

বিপুল পরিমাণ আফগানি টাকা সমেত পাকড়াও দুই ব্যক্তি কলকাতায়

নিজস্ব প্রতিনিধিঃ এবার কলকাতায় তালিবান যোগ। বিপুল পরিমাণ আফগানিস্তানের টাকা সহ ধৃত দুই ব্যক্তি। বিবাদী বাগ অঞ্চল থেকে ২৫ লক্ষ ৮০ হাজার আফগানি টাকা সহ দুই ব্যক্তিকে পুলিশ পাকড়াও করেছে। 

এত আফগানি টাকা তারা কোথা থেকে কিভাবে পেল, কি উদ্দেশ্যে কবে কলকাতায় এসেছে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ওই দুই ব্যক্তির সাথে তালিবানদের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। এমনিতেই একাধিক জঙ্গি যোগের ঘটনা রয়েছে এই শহরে। এরপর তালিবানি যোগ থাকলে চিন্তা বাড়াবে কলকাতার পুলিশ-প্রশাসনকে।

No comments:

Post a Comment