Saturday, August 28, 2021

জগদ্দলে নিহত শোভারানি মন্ডলের বাড়িতে সিবিআই প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধিঃ হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার জগদ্দলে সিবিআই। বৃহস্পতিবার ভাটপাড়ার কুলিডিপো এলাকায় নিহত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের বাড়িতে তদন্ত করে ঘুরে যায় সিবিআই প্রতিনিধিরা। 

আজ জগদ্দলের রাহুতা বি আর এস কলোনীতে ভোটের ফল প্রকাশের রাতে দুষ্কৃতীদের হামলায় নিহত শোভারানি মন্ডলের বাড়িতে এসে পৌঁছয় সিবিআই-র তদন্তকারী দল। এই খবর লেখা পর্যন্ত তদন্তের কাজ চলছে।

No comments:

Post a Comment