Thursday, August 5, 2021

চার দশকের খড়া কাটিয়ে হকিতে পদক জিতল ভারত

নিজস্ব প্রতিনিধিঃ মস্কো অলিম্পিকের চার দশক পর পদক জিতল ভারতীয় পুরুষ হকিদল৷ টোকিও অলিম্পিকে বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্চ  জিতে নিল। তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নেমে শক্তিশালী জার্মানির বিরুদ্ধে দূরন্ত খেলল ভারত৷ এদিন খেলা শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিমুর ওরুজ এর গোলে এগিয়ে যায় জার্মান৷ খেলার প্রথমে গোল খেয়ে চাপে পরে যায় ভারত। এরপর একের পর এক আক্রমণও শানায় জার্মানি৷ 

খেলার কয়েক মিনিটের মধ্য পেনাল্টি কর্নার পায় ভারত৷ কিন্তু রুপিন্দার পাল সিং সুযোগ কাজে লাগাতে পারেননি৷ এরপর ১৭ মিনিটে ভারতের সিমরণজিৎ সিংয়ের গোলে সমতা ফেরে৷ বিশ্বের তিন এবং চতুর্থ স্থানের দলে খেলা রোমাঞ্চক হয়ে ওঠে৷ ফের পাল্টা আক্রমণ শানায় জার্মানি। ২৪-২৫ মিনিটের মাথায় নিকলাস ওয়েলেন এবং বেনেডিক্ট ফুর্কে-র গোলে ১-৩ পিছিয়ে পড়ে ভারত৷ 

এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত৷ ২৭ এবং ২৯ মিনিটে হার্দিক সিং ও হরমানপ্রীত সিং পরপর দুটি গোল দিয়ে সমতা ফেরায়। খেলার হাফটাইম পর্যন্ত ফলাফল ৩-৩ হয়ে যায়৷ দ্বিতীয়ার্ধে ৩৪ মিনেটে সিমরণজীৎ সিং আরও একটি গোল করে টিম কে এগিয়ে দেয়৷ ভারতের হয়ে আরও একটি গোল করেন রুপিন্দার সিং৷ ৫-৩ ফলাফলে ম্যাচে জাঁকিয়ে বসে ভারত৷ খেলা শেষের ৮৪ মিনিট লুকাস উন্ডফেডর একটি গোল দিয়ে ব্যাবধান কমিয়ে আনে৷ শেষে ৫-৪ ফলাফলে ভারত ম্যাচটি জিতে নেয়৷ খেলা শেষ হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় পুরুষ হকি দল৷ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধি প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছে৷ প্রধানমন্ত্রী সকালে ফোন করে হকি টিমের সঙ্গে কথাও বলেন।ঐতিহাসিক দিন৷ আজকের দিনটি প্রত্যেক ভারতবাসী মনে রাখবে৷ ১৯৮০ সালের পর ফিনিশিং পোডিয়ামে উঠল ভারতীয় হকিদল৷ অলিম্পিকে ব্রোঞ্চ জেতার পর থেকেই হকিদলের খেলোয়াড়দের জন্য একের পর এক পুরষ্কারের ঘোষনা চলছে৷

No comments:

Post a Comment