প্রথম রাউন্ডের পরে ২-৪ ফলাফলে পিছিয়ে ছিলেন রবি। দ্বিতীয় রাউন্ডে ইউগেও এক-একটি পয়েন্ট সংগ্রহ করে স্থিতি মজবুত করেন৷ রবি দ্বিতীয় রাউন্ডে ও দুটি পয়েন্ট সংগ্রহ করেন৷ এভাবেই রুসের পালোয়ান ইউগেও ৭-৪ ফলাফলে স্বর্ণ পদক জিতে নেন৷ ৯বছর বাদে অলিম্পিকে রুপো পেল ভারত৷ এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে কুস্তিগীর সুশীল কুমার ফাইনালে হেরে গিয়ে রুপো পেয়েছিলেন৷
প্রসঙ্গত গত বুধবার ৫৭ কেজি পুরুষদের ফ্রী স্টাইলে কাজাকিস্তানের পালোয়ান নুরি ইসলামকে ৯-৭ ফলাফলে পরাজিত করে ফাইনালে ওঠেন রবি কুমার৷ পদক জয়ের পর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ তাঁর এই সাফল্য কে কুর্নিশ জানিয়েছে হরিয়ানার জনতা৷ রীতিমতো উৎসবে মেতেছেন৷ শুধু তাই নয়, হরিয়ানার সোনিপথের কুস্তিগীর রবিকুমারকে ৪ কোটি টাকা ও একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করার ঘোষনা করেছে সেখানকার সরকার৷ ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রশংসা করে বলেছেন, রবি কুমার দহিয়া একজন শানদার পালোয়ান৷ তাঁর লড়াইয়ের ভাবনা ততো উৎকৃষ্ট৷ তিনি অভিনন্দন জানিয়ে বলেছেন, রবির উপলব্ধিতে অনেক গর্ব আছে ভারতের৷
No comments:
Post a Comment