Sunday, August 8, 2021

একশো ত্রিশ কোটির ১ টি সোনা হরিয়ানার নিরাজ চোপড়া

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর অলিম্পিকে সোনা এল ভারতের ঝুঁলিতে৷ ব্যক্তিগত ইভেন্ট জ্যাভলিনে হরিয়ানার নিরাজ চোপড়া স্বর্নপদক জিতে নিলেন। শনিবার জ্যাভলিন থ্রো-র খেলায় ৮৭.৫৮ মিটার বল্লভ ছুঁড়ে প্রতিযোগিতায় প্রথম স্হান দখল করেন৷ সেই সঙ্গে অলিম্পিকে গড়লেন ইতিহাস৷ তবে এদিনের খেলা মোটেও সহজ ছিলনা৷ 

পদক জয়ের লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী তালিকায় ছিলেন, ১নম্বর জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানির জোহানেশ বেটার, ফিনল্যান্ডের লেশি এটলেটাল থেকে শুর করে চেক রিপাব্লিক ইয়াকুব ওয়াদলেজ, জার্মানির জুলিয়ান ওয়েবর, অন্যদিকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের আরশাদ নাদিম৷ জানিয়ে রাখি এদিনের খেলায় মোট ১২জন প্রতিযোগী অংশগ্রহণ করে ছিলেন৷ প্রত্যেক প্রতিযোগী ৬টি করে সুযোগ পান৷ 

এদিন প্রথম রাউন্ডে নিরাজ চোপড়া ৮৭.৩ মিটার বল্লভ ছুঁড়ে নিজেকে স্বর্ণ পদকের দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় রাউন্ডে ৮৭.৫৮ মিটার বল্লভ ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন৷ এর আগে কোনো ভারতীয় এ্যাথলিট ট্র্যাক এন্ড ফিল্ড প্রতিযোগিতায় পদক জেতেনি৷ কোয়ালিফাইং প্রথম রাউন্ডে ৮৬.৬৫ মিটার বল্লভ ছুঁড়ে গ্রুপে শীর্ষস্থান দখল করে ফাইনালে প্রবেশ করেন নিরাজ৷ 
প্রথমবার অলিম্পিকের মত আসরে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে পদকের আশা জাগিয়ে ছিলেন নিরাজ৷ অবশেষে স্বর্ণপদক জিতে বিশ্ব দরবারে ভারতকে গর্বিত করলেন৷ এর আগে ২০১৬ পোল্যান্ডে আই এ এ এফ অনুর্ধ্ব-২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে ৮৬.৪৮ মিটার বল্লভ ছুঁড়ে সোনা জেতেন। এই সাফল্যে মাত্র ১৯ বছর বয়সে নিরাজকে সেনাবাহিনীর জুনিয়ার  অফিসারের পদে নিযুক্ত করা হয়৷ এরপর ২০১৮ সালে ইন্দোনেশিয়ার যাকার্তায় এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার বল্লভ ছুঁড়ে স্বর্ণপদক পেয়েছিলেন নিরাজ৷ 

হরিয়ানার পানিপথের খান্দ্রা গ্রামের ২৪শে ডিসেম্বর ১৯৯৭ সালে এক কৃষক পরিবারে জন্ম এই সোনার ছেলের৷ চন্ডীগড় থেকে পড়াশুনা শেষ করার পর সম্পূর্ণ ভাবে নিজেকে জ্যাভলিনে নিয়োজিত করেন নিরাজ৷ তাঁর এই সাফল্যর প্রশংসা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটে লিখেছেন, অভুতপূর্ব জয়৷ জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়ে দিয়েছেন৷ আপনার উপলব্ধিতে প্রেরণা পাবে যুবরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, আজকে গোটা দেশ উৎসাহিত। নিরাজ চোপড়া আজ যা করেছেন সেটা সর্বদা মনে থাকবে৷ গৌরবময় এক ঐতিহাসিক মুহুর্ত।

No comments:

Post a Comment