Sunday, August 8, 2021

ভাটপাড়ায় বিজেপি ছেড়ে তিন কাউন্সিলর তৃনমূলে যোগ দিতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভাটপাড়ায় যোগদান নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে। রবিবার সন্ধ্যেতে ভাটপাড়ার তিন বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, গীতা যাদব ও জ্যোতি সাউ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিনের যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন তৃনমূলের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া ভাটপাড়ার তৃণমূল নেতা গোপাল রাউত, দলের সভাপতি দেবজ্যোতি ঘোষ ও জগদ্দল শহর তৃণমূলের সভাপতি জিতেন্দ্র সাউ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

কিন্তু এদিন যোগদান অনুষ্ঠানে গরহাজির ছিলেন ভাটপাড়ার তৃণমূল চেয়ারম্যান ধরমপাল গুপ্তা এবং তার পুত্র যুব নেতা অমিত গুপ্তা, প্রিয়ঙ্গু পান্ডে, মন্নু সাউ। তাছাড়া ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় সিংও অনুপস্থিত ছিলেন। যদিও গোষ্ঠী দ্বন্দের বিষয় উড়িয়ে দিয়ে ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের দাবি, ধরমপাল গুপ্তা অসুস্থ এবং প্রিয়ঙ্গু পান্ডের স্ত্রী অসুস্থ। তাই ওনারা হাজির থাকতে পারেন নি।

No comments:

Post a Comment