খেলা শুরু হওয়ার সাত মিনিটে মাথায় টিম ইন্ডিয়ার হয়ে প্রথম গোল করেন দলপ্রীত সিং৷ ষোলো মিনিটে আরও একটি গোল করেন গুরজন্ত সিং৷ খেলার দ্বিতীয়ার্ধ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে যায় ভারত৷ এরপর ৪৫ মিনিটের মাথায় গ্রেট ব্রিটেনের খেলোয়াড় স্যামুয়েল ইয়ান ওয়ার্ড একটি গোল করায় ২-১ হয়ে যায়৷ এরপর খেলার শেষ লগ্নে ৫৭ মিনিটে হার্দিক সিং গোল করে ভারতের ঐতিহাসিক জয়ে মোহর লাগিয়ে দিলেন।
৩-১ ফলাফলে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল ম্যান ইন ব্লু৷ শেষ চারের লড়াইয়ে শক্তিশালী বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া৷। গ্রুপ পর্বে প্রথম খেলায় অস্ট্রেলীয়ার কাছে ৭ গোল হজম করতে হয়েছিল ভারতকে৷ হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া৷ একের পর এক ম্যাচ জিতে অপ্রতিরোধ্য ভারতীয় হকি দল৷
১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে শেষবার সেমিফাইনালে উঠেছিল ভারত৷ এরপর ১৯৮০ মস্কো অলিম্পিকে স্বর্ণ পদক জেতে ভারত৷ কিন্তু সেই সময় মাত্র ছয়টি দল অংশগ্রহণ করেছিল৷ রাউন্ড রবিন লিগে শীর্ষে থাকা দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছিল৷ ২০২১ টোকিও অলিম্পিকের সেমিফাইনালে টিম ইন্ডিয়া পদকের আশা করছে একশো ত্রিশ কোটির ভারতীয় জনতা৷ টিম ইন্ডিয়ার দলপ্রীত সিং রাও চাইবেন ইতিহাস লিখতে৷ চক-দে-ইন্ডিয়া
No comments:
Post a Comment