Monday, August 2, 2021

ইতিহাস গড়লেন অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের রুপোলী পর্দার 'চক দে ইন্ডিয়া' র মুহুর্ত ভেসে উঠল টোকিও অলিম্পিকে৷ সোমবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী অস্ট্রেলীয়াকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল৷ এদিন খেলার প্রথমার্ধে গোল শুন্য হলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুরুজীত কৌর৷ তাঁর গোলে ১-০ ফলাফলে এগিয়ে যায় রানীর দল৷

 তবে পাল্টা আক্রমণ শানায় অস্ট্রেলীয়াও৷ প্রতিপক্ষের করা আক্রমণকে পরিকল্পনামাফিক প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় মহিলারা৷ তবু অস্ট্রেলীয়ার আক্রমণ অব্যাহত থাকে৷ একের পর এক আক্রমণকে আটকে দেন মহিলা দলের গোলরক্ষক সবিতা৷ পুরো খেলায় অস্ট্রেলীয়ার করা আক্রমণে নয়টি সেভ করেন সবিতা৷ তার মধ্য সাতটি পেনাল্টি কর্নার বাঁচিয়েছেন৷ ভারতীয় মহিলাদের দাপটে দাঁড়াতে পারেনি অস্ট্রেলীয়রা৷ বিশ্বের দুই নম্বর দলের বিরুদ্ধে শেষ অবধি অসাধরণ দাপটের সঙ্গে খেলে জিতল ভারতের মহিলারা৷ ম্যাচ জেতার পর থেকে অভিনন্দন বার্তায় ভাসছেন রানীরা৷ তাঁদের এই সাফল্য গর্বিত হয়েছে গোটা দেশ৷ 

প্রাক্তন হকি তারকা যুগরাজ সিং ট্যুইট করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷ ট্যুইটে তিনি লিখেছেন 'গর্বিত করেছ'৷ পরের খেলার জন্য রইল শুভেচ্ছা৷ জাতীয় হকি পুরুষ দলের প্রাক্তন স্ট্রাইকার জগবীর সিং ট্যুইটে লিখেছেন 'মনে রাখার মত মুহুর্ত'৷

কিন্তু লড়াই শেষ হলেও যুদ্ধ শেষ হয়ে যায়নি৷ সেমিফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে ভারত৷ যদিও রানীদের মনোবল অনেকটাই বাঁড়িয়ে দিয়েছে এই জয়৷ প্রসঙ্গত, এই নিয়ে তিনবার অলিম্পিক খেলছে ভারতের মহিলা দল। এর আগে  ১৯৮০ তে রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে চতুর্থ স্থানে সফর শেষ করেছিল ভারতের হকি দলের মেয়েরা৷ এরপর  ২০১৬-এ খেলেছিল৷ তবে উল্লেখ্যযোগ কিছু করতে পারেনি৷ তৃতীয় প্রচেষ্টায় কোয়ার্টার ফাইনালে বিশ্বের দুই নম্বর দলকে ১-০গোলে পরাজিত করে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা৷ চক দে হো চক দে ইন্ডিয়া।

No comments:

Post a Comment