নিজস্ব প্রতিনিধিঃ নিমতা থানার উত্তর দমদমে বৃহন্নলা সুমনা খুনের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ কাবার ওরফে ছোট্টু গ্রেপ্তার। সোমবার রাতে টিটাগড়ের উড়ান পাড়া থেকে তাকে পাকড়াও করে নিমতা থানার পুলিশ। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও তার কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় ছোট্টু খুনের কথা স্বীকার করেছে। এই ঘটনায় আগেই পুলিশ মহম্মদ লাডলা নামে এক বৃহন্নলাকে টিটাগড় থেকে ধরেছিল।
গত ১ লা আগস্ট সন্ধ্যার পর উত্তর দমদমের ৩ নম্বর ওয়ার্ডে সাবিত্রী পল্লীতে গুলিতে খুন হন বছর ৩৫ এর বৃহন্নলা সুমনা ধর। ধৃত ছোট্টু পুলিশকে জানিয়েছে, ওই দিন সুমনা নিমন্ত্রণ খেয়ে ফিরছিল। টিটাগড় থেকে একটা অটো তিন হাজার টাকায় ভাড়া করে লাডলাকে সঙ্গে নিয়ে ওর বাড়ির সামনে আগেভাগে পৌঁছে যাই। সুমনা বাড়ির দিকে যেতেই ওর পিছু নিয়ে পর পর পিঠের দিকে তিনটি গুলি চালাই। গুলি সেই চালিয়েছিল বলে স্বীকার করে। সুমনা নিমতা এলাকায় বৃহন্নলাদের প্রধান ছিল। খুনে অভিযুক্তদের কঠোর সাজার দাবি তুলেছে বৃহন্নলা সমাজ।
No comments:
Post a Comment