Monday, August 2, 2021

ভারতের নারীশক্তির দাপট অব্যাহত অলিম্পিকে

নিজস্ব প্রতিনিধিঃ টোকিও অলিম্পিকে নারীশক্তির দাপট অব্যাহত৷ শাইখম মীরাবাই চানুর পর শাটলার পি বি সিন্ধু তৃতীয় স্থানের লড়াইয়ে চিনের হে বিং জিয়ায়োকে পরাজিত করে ব্রোঞ্চ জিতলেন৷ তাঁর এই সাফল্যে গর্বিত গোটা দেশ৷ খেলা শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সকলে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷ 

প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ভারতের গর্ব সিন্ধু৷ মেয়ের সাফল্যে গর্বিত হয়েছেন তাঁর বাবা-মাও৷ রবিবার মৌসানো ফরেস্ট স্পোর্টস প্লাজায় তৃতীয় স্থানের লড়াইয়ে আহত বাঘিনীর অগ্রাসী মনোভাব ঝাঁপিয়ে পড়ে চিনের হি বিং জিয়ায়োর ওপর৷ ৫৩ মিনিটে দুটি সেটে সিন্ধুর সামনে দাঁড়াতে পারেননি চিনের হি বিং জিয়ায়ো৷ একের পর এক স্ন্যাপ ও দুরন্ত প্লেসমেন্টে বাজিমাত করেন ভারতীয় শাটলার৷ ২১-১৩,২১-১৫ ফলাফলে জিতলেন৷ 

ব্রোঞ্চ পদক জিতে আগামী ৩রা আগস্ট ফিরছেন দেশের গর্ব সিন্ধু৷ চলতি অলিম্পিকে সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক পেল ভারত৷ তিনি রিও অলিম্পিকে রুপো ও টোকিও অলিম্পিকে ব্রোঞ্চ জিতে ভারতের প্রথম মহিলা খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করলেন। তাঁর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্চ ও  ২০১২ লন্ডন অলিম্পিকে রূপো জিতে ভারতের প্রথম পুরুষ খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেছিলেন কুস্তি পালোয়ান সুনিল কুমার৷ 

সংবাদ মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে পিভি সিন্ধুর বাবা পি বি রমনা জানিয়েছেন, সেমিফাইনালে চিনের খেলোয়াড় জু ইংয়ের কাছে ১৮-২১, ১২-২১ ফলাফলে পরাজিত হওয়ার পর কেঁদে দিয়েছিল মেয়ে৷ আমি তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম এই গেমে ফোকাস করতে৷ পিভির মা জানিয়েছেন, রূপো হোক কিংবা ব্রোঞ্চ পদক পদকই হয়৷ মেয়ের সাফল্যে আমরা গর্বিত৷ পিভি আগামী অলিম্পিকেও খেলবে৷

No comments:

Post a Comment