রিঙে নামার ঘন্টাখানেক আগে মেডিকেল টিমের কাছ থেকে সুস্থতার সার্টিফিকেট নিয়েও ফেলেন। নিজের সর্বস্ব দিয়ে লড়ে গেলেন সতীশ৷ কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না৷ ৬ ফিট ৯ ইঞ্চি লম্বা মাপের বক্সারের বিরুদ্ধে নিজের সেরা লড়াইটি লড়লেন সতীশ৷ বিশ্ব চ্যাম্পিয়ান উজবেকিস্তানের বাখোদির জালোলভের কাছে ৫-০ ফলাফলে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিতে হল ভারতীয় বক্সার সতীশ কুমারকে৷ তবে তাঁর চোট না থাকলে ফলাফলটি অন্য রকম হতে পারত৷
প্রসঙ্গত, গত ভারতীয় ওপেনে বিশ্ব চ্যাম্পিয়ান এই জালোলভেকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন এই ভারতীয় বক্সার৷ ইতিমধ্যেই পুরুষদের বক্সিং বিভাগ থেকে বিদায় নিয়েছেন অমিত পাঙ্গাল, মণীষ কৌশিক, বিকাশ কৃষাণ, আশীষ কুমার৷ এবার টোকিও থেকে বিদায় নিলেন সতীশও৷ তবে তাঁর রক্ত এবং ঘাম ঝরানো লড়াইকে সামাজিক মাধ্যমে কুর্নিশ জানিয়েছে দেশের আপামর জনতা৷
No comments:
Post a Comment