তিনি নিজের সেরা প্রদর্শনে সবাইকে অবাক করে দিয়েছেন৷ এদিন ডিস থ্রো প্রতিযোগিতায় ৬৪ মিটার থ্রো করেন কমলপ্রীত। এই ইভেন্টেই তাঁর ৬৬.৫৯ সর্বোচ্চ ভাল প্রর্দশন রয়েছে৷ যদি তিনি তার ধরে রাখেন তাহলে পদক নিশ্চিত বলার অপেক্ষা রাখেনা৷ কমলপ্রীত এই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছেন৷ এদিন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ৬০.২৫ মিটার, দ্বিতীয় রাউন্ডে ৬৩.৯৭ মিটার এবং অন্তিম রাউন্ডে ৬৪ মিটার ফলাফল করে ফাইনালে ওঠেন৷ আগামী ২রা আগস্ট প্রতিযোগিতার ফাইনাল।
এই খেলায় আরো এক এ্যাথলেটিক্স সিমা পুনিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করতে না পেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন৷ গ্রুপ-এ এর কোয়ালিফিকেশন রাউন্ডে সীমা পুনিয়া ১৬ নং স্থানে থেকে শেষ করলেন টোকিও অলিম্পিকের যাত্রা৷
ডিস থ্রো কন্যা কমলপ্রীতের বাড়ি পাঞ্জাবের মুক্তাসর সাহিব জেলায়৷ কমলপ্রীত ৬৫.৬ মিটার ডিস থ্রো করে টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করেন৷ কমলপ্রীত ছোট থেকে পড়াশুনায় ভাল ছিলেন না৷ একদিন কমলের প্রশিক্ষক স্টেট লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেন৷ সেখানে কমল চতুর্থ স্থান দখল করে শেষ করেন৷ তারপর থেকেই কমল খেলাধূলায় মন দিতে শুরু করেন৷ ২০১৪ সালে নিজের গ্রামের ভারতীয় খেল প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন শুরু করেন৷ দু'বছর বাদে ২০১৬ সালে অনুব্বর্ধ ১৮ এবং অনুব্বর্ধ ২০ তে ন্যালনাল চ্যাম্পিয়ান হন৷
No comments:
Post a Comment