Tuesday, November 30, 2021

গ্রুপ ডি'র পর গ্রুপ সি এর নিয়োগে দুর্নীতি, বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ এবার সামনে এল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি নিয়োগে দুর্নীতি। এক আবেদনকারীর মামলার ভিত্তিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই রহস্য প্রকাশ করে। এমনকি একজনের বেতন বন্ধের নির্দেশও দেয়। আরো চারশো জনের ভুয়ো নিয়োগের তালিকার কথা আদালত উল্লেখ করে। 

এর আগে গ্রুপ-ডি নিয়োগ নিয়ে ল্যাজে গোবরে হয়েছে স্কুল সার্ভিস কমিশন। গত ১৭ ই নভেম্বর হাইকোর্ট এস এস সি ও মধ্যশিক্ষা পর্ষদকে এই নিয়ে তীব্র ভৎসনা করে। সিবিআই তদন্তের নির্দেশও দেন প্রধান বিচারপতি। 

পরে রাজ্য সরকার চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। এবং সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ পেয়ে যায়। সেই মামলায়ও ৪৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 

Sunday, November 28, 2021

বন্ধ হল ভাটপাড়ার একটি জুটমিল


বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁকিনাড়া নফরচাঁদ জুট মিল। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে মিল বন্ধ। মিলের গেটে পুলিশে পুলিশে ছয়লাপ। এখনো পর্যন্ত জানা গিয়েছে, বহু দিন যাবৎ এই মিলে স্থায়ী শ্রমিকরা নিয়মিত কাজ পাচ্ছে না। অস্হায়ী শ্রমিকদের বাইরে থেকে এনে কাজ দেওয়া হচ্ছিল। এতে স্থায়ী শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামে।

(বিস্তারিত আসছে)

Friday, November 26, 2021

উনিশে পালিয়ে যাওয়া কাউন্সিলরদের টিকিট দিলেই তৃনমূল কর্মীরা বিড়ম্বনায় পড়বে নৈহাটিতে

চিত্ত ওঝাঃ শিয়রে পুরভোট। সদ্য বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হয়ে বিজেপি ছন্নছাড়া। সিপিএম শূন্য হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। কাজেই পুরভোট ঘিরে তাপ উত্তাপ সবটাই এখন তৃনমূল শিবিরে। 

রাজনীতির চালু কথায় ব্যারাকপুর লোকসভা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়। কিন্তু এই কেন্দ্রের সবকটি পুরসভা তৃনমূলের দখলে। ২০১৯ এ যতগুলো কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরা একে একে প্রায় সবাই আবার তৃনমূলে ফিরে গিয়েছে। হাতে গোনা নামমাত্র দু-চারজন কাউন্সিলর এখনো অর্জুন সঙ্গী হয়ে রয়েছেন। 

অর্জুন সিং সাংসদ পদে জেতার পর যে চারটি পুরসভা রাতারাতি গেরুয়া বনে গিয়েছিল তার মধ্যে একটি নৈহাটি পৌরসভা। ১৬ জন কাউন্সিলর দিল্লী উড়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজন সিআইসি সুপ্রবীর চৌধুরী, রাজেন্দ্র গুপ্তা ও রতন নন্দী ছিলেন। যদিও পরবর্তীতে এদেরকে  ফিরিয়ে নেয় তৃনমূল। বিধানসভার পর আরো এক কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান রমেশ হালদারও ঘাড় নিচু করে পদ্ম ছেড়ে জোড়া ফুলের বাগানে গিয়ে বসে পড়েন। 

জানা যায়, ৩১ ওয়ার্ডের নৈহাটি পুর এলাকায় এদের গ্রহণ যোগ্যতা এখন প্রশ্ন চিহ্নের মুখে। দলের অন্দরে বিশেষ করে ওয়ার্ডে ওয়ার্ডে এরকম বেশ কিছু কাউন্সিলর বহু কর্মীর  চক্ষুশূল। যদিও বিধানসভা নির্বাচনে ওই অংশের কাউন্সিলর ও তাঁদের অনুগামীদের দূরে রেখে দেওয়া হয়েছিল। তার ফল স্বরুপ ওয়ার্ডে ওয়ার্ডে একঝাঁক তরুণ নেতৃত্ব জায়গা করে নেয়। তারাই দুয়ারে সরকারের পরিষেবা থেকে ভ্যাকসিন প্রদানে এলাকার মানুষকে সহযোগিতা করেছে। 

পুরসভায় দুটি মেয়াদের পর এবারই নৈহাটি শহর তৃণমূলের সভাপতির বদল ঘটেছে। নতুন সভাপতি সনৎ দে। পুরসভার স্বাস্থ্য দপ্তর সামলাচ্ছেন। দলের দুর্দিনের সৈনিক। পুরনো মুখদের চেনেন। লাল তৃনমূলীদেরও জানেন। 

কার্যত এবার পুরসভায় প্রার্থী বাছাই নিয়ে বিধায়ক-সভাপতির জুটিকে উচ্চ নেতৃত্ব কতটা চমক দেবে সেদিকে তাকিয়ে নৈহাটির প্রকৃত তৃনমূল কর্মীরা।

Monday, November 22, 2021

এস এস সি'র নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে এস এস সি'র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ১৭ ই নভেম্বর মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভৎসনা করেছিল আদালত। এমনকি বিচারপতি বলেছিলেন, প্রয়োজনে কমিশনের অফিস কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে নথিপত্র উদ্ধার করা হবে। ওইদিনই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ২৫ জনের বেতন বন্ধ করার নির্দেশও দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

স্কুল সার্ভিস কমিশন ২০১৩ সালে ১৩ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। যথারীতি পরীক্ষা হয়। এরপর প্যানেলও প্রকাশ করে। কিন্তু ২০১৯ এ প্যানেল বাতিল হয়ে যায়। তা সত্ত্বেও অবৈধভাবে নিয়োগ হওয়া নিয়ে সরব হয় চাকরি প্রার্থীরা। 

সোমবার কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ আদালতের নির্দেশে হলফনামা জমা দেয়। তারপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের ঘোষণা করে। এবং আগামী ২১ শে ডিসেম্বরের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথাও জানিয়ে দেয় আদালত।

Friday, November 19, 2021

তিন কৃষি আইন বাতিল, ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কৃষি আইন প্রত্যাহার করে নিল কেন্দ্র। গুরুনানকের জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 

সকালে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান,'দেশের কাছে ক্ষমা চেয়ে মেনে নিচ্ছি আমাদের সিদ্ধান্তে ত্রুটি ছিল'। কৃষি আইন আদতে কৃষকের স্বার্থে। তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল। কৃষকেরা মাঠে ফিরে আসুন আবেদন প্রধানমন্ত্রীর। 

আগামী ২৬ নভেম্বর কৃষক আন্দোলন এক বছর পূর্ণ হবে। কৃষক সংগঠনগুলো এতদিন লাগাতার রাস্তায় বসে থেকে কৃষি আইন প্রত্যাহার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আচমকা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কৃষকদের জয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। 

বিশেষ করে বামপন্থী কৃষক সংগঠনগুলো তিন কৃষি আইনের বিরোধিতা প্রথম থেকেই করে আসছিল। যদিও প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে তারা রাজনৈতিক ভাবে ব্যাখ্যা দিচ্ছে। রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর কৃষি আইন বাতিল ঘোষণার পর থেকে আন্দোলনের ফসল যে যার মতো করে ঘরে তুলতে ময়দানে নেমে পরেছে। 

বিরোধীদের দাবি, ২০২৪ এ ভোটে হারার ভয়ে নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হল।

Thursday, November 18, 2021

তৃনমূল বিধায়কদের হয়ে বিএসএফ-র কাছে গিয়ে ক্ষমা চাইলেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা

নিজস্ব প্রতিনিধিঃ বিএসএফের কাছে গিয়ে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। তাও আবার তৃণমূলের দুই বিধায়কের হয়ে। বৃহস্পতিবার বিকেলে রাজারহাটে বিএসএফের সদর দপ্তরে বিধানসভার বিরোধী দলনেতা সহ ৫০ জন বিজেপি বিধায়ক উপস্থিত হন। সীমান্ত রক্ষী বাহিনীর প্রত্যেকের হাতে পদ্মফুল ও মিষ্টি তাঁরা তুলে দেন। 

বিএসএফের সঙ্গে মিলিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, জনপ্রতিনিধি হয়ে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ক্ষমা চাইলাম। কেননা শাসকদলের দুই বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে বি এস এফের বিরুদ্ধে যে কদর্য ভাষা ব্যবহার করেছেন তা অতি নিন্দনীয়। তিনি তৃনমূলকে বিঁধে আরো বলেন, পারলে বিধায়ক উদয়ন গুহ ও তাপস রায়কে এনে এখানে ক্ষমা চাওয়ান।

সম্প্রতি রাজ্যে বি এস এফের পরিধি পনেরো থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া হয়েছে। গত ১৬ ই অক্টোবর এই নিয়ে বিরোধীতা করে বিধানসভায় প্রস্তাব আনে শাসক দল। সেখানেই দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহ বিএসএফকে কূকথায় আক্রমণ করেন। এমনকি 'বিএসএফ তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয়' এই কদর্য ভাষাও ব্যবহার করেন। এরপরই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃনমূল বিধায়কের ভাষা সন্ত্রাস নিয়ে সোচ্চার হন।

Wednesday, November 17, 2021

বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

 
প্রতিনিধিঃ বিধানসভায় মূলতুবি প্রস্তাব আনে বিরোধী দল বিজেপি। কিন্তু সরকার পক্ষ আমলই দিলনা। এরপরই বিরোধী বিধায়করা বিধানসভা ওয়াক আউট করে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা বিক্ষোভ দেখায়। প্লাকার্ড, পোষ্টার হাতে বিধায়করা স্লোগান দিতে থাকে।

 এদিন বিরোধীরা মূলত তিনটি বিষয় নিয়ে প্রস্তাব রাখে। এক, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দুই, গত ১০ দিনের মধ্যে ভগবানপুরে ২ জন বিজেপি কর্মী নৃশংসভাবে খুন। তিন, বেকারত্ব বৃদ্ধি। সরকার যেখানে মদের দাম কমাচ্ছে অথচ পেট্রোল-ডিজেলের ওপর থেকে শুল্ক কমাচ্ছে না। প্রস্তাব আকারে এই দাবি পেশ করা হলে সরকার পক্ষ আমলই দিলনা। 

এরপর বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখিয়ে বেরিয়ে আসেন। বাইরে জড়ো হয়ে তাঁরা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

Tuesday, November 16, 2021

লকডাউনে বরখাস্ত হওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীরা স্কুলের গেটে পোষ্টার হাতে বিক্ষোভ দেখাল টালিগঞ্জে

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল খোলার আনন্দে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যখন মাতোয়ারা ঠিক সেই মুহূর্তে কলকাতার উপকন্ঠে একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের চোখে জল। তাঁরা চাকরি ফিরে পেতে সেই সঙ্গে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে স্কুলের গেটে জড়ো হয়েছিলেন। 

এই ছবি টালিগঞ্জের এন এস সি বোস রোডের জি ডি বিড়লা স্কুলে। করোনা কালে ১১০ জন শিক্ষক-অশিক্ষক কর্মীকে কোনো কারণ ছাড়াই নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এদিন পোষ্টার হাতে স্কুলের গেটের সামনে তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়। 

প্রত্যেকেরই বক্তব্য, লকডাউনে স্কুলের ফিজ না পাওয়ার অজুহাত দিয়ে পাওনা টাকা এখনো দেয়নি। এদিকে চাকরি কেড়ে নিয়েছে। বিক্ষোভরত কর্মীদের দাবি, ২০-৩০ বছর ধরে যারা কাজ করেছেন তাদের অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁরা না পেয়েছেন পাওনা টাকা না পেয়েছেন সময়ে নোটিশ। ইতিমধ্যেই এই নিয়ে আন্দোলনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 

মঙ্গলবার স্কুল খুলতেই জি ডি বিড়লার বরখাস্ত প্রত্যেকেই চাকরি ফেরত সহ বকেয়া বেতনের দাবিতে সোচ্চার হয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। যদিও এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tuesday, November 9, 2021

জেলায় জেলায় আজ পেট্রল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচি বিজেপির

 
নিজস্ব প্রতিনিধিঃ আজ রাজ্য জুড়ে পেট্রল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিজেপি। পেট্রল-ডিজেলের ওপর থেকে রাজ্য সরকারকে শুল্ক কমাতে হবে এই দাবিতে জেলায় জেলায় পেট্রল পাম্পের সামনে বিজেপি কর্মীরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে ও হাতে পোষ্টার নিয়ে প্রতিবাদ জানাবে। 

কেন্দ্র পেট্রল-ডিজেলের দাম কমানোর পরই ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দাম কয়েক ধাপ কমিয়ে দেয়। কিন্তু ব্যাতিক্রমী এই রাজ্য। যারা পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সবার আগে সোচ্চার হয়েছিল। 

এমনকি করোনা কালে লকডাইনের মধ্যেই তৃনমূল রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানিয়েছিল। দাম কমানোর প্রশ্নে এখন কার্যত নীরব রাজ্যের শাসকদল। আর এখানেই বিজেপি এই সরকারের লোক দেখানো কুমির কান্না নিয়ে প্রশ্ন তুলে সোমবারই পথে নেমেছিল। 

কিন্তু পুলিশ মিছিলে বাধা দেয়। বিজেপির রাজ্য দপ্তর মুরলী ধর লেনের চারপাশ আগে থাকতে পুলিশ আটকে দেয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। করোনার বিধি নিষেধ দেখিয়ে পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। 

জমায়েত স্থলে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, পেট্রল-ডিজেলের দাম কমাতে আন্দোলন চলবে। এই সরকারের দ্বিচারিতা মানুষের সামনে তুলে ধরা হবে।

Monday, November 8, 2021

বাংলার মেরুদন্ড জুট শিল্প ও চা বাগানকে ধ্বংস করেছে তৃনমূলঃ অর্জুন সিং


নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মেরুদণ্ড জুটমিল ও চা বাগানকে ধংস করেছে তৃণমূল৷ প্রতিবছর রাজ্য কোটি-কোটি টাকা খরচ করে 'বিজনেস সামিট' হলেও এখন পর্যন্ত কোনো শিল্প আসেনি৷ দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের।

 তিনি রবিবার সন্ধ্যায় হুগলি জেলার রিষড়া পুরসভার ১০নং ওয়ার্ডের জেলা বিজেপি নেতা মনোজ সিংয়ের নেতৃত্বে দীপাবলি মিলন উৎসবে উপস্থিত হন। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাজ্য বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জী এমন কোনো কাজ করেননি যে বাংলায় কোনো  শিল্পপতি ব্যাবসা করতে পারে৷ এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যে বাংলায় তারাই ব্যাবসা করতে পারবে যারা তৃণমূল নেতাদের ব্যক্তিগত খাতায় রাজস্ব দেবে৷ 

এই সরকার শিল্প বিরোধী সরকার৷ পশ্চিম বাংলা জুট শিল্প এবং চা বাগানের জন্য বিখ্যাত৷ কিন্তু তৃণমূল সরকার ওই দুই শিল্পকে বন্ধ করে তাঁদের কারখানার জায়গায় বহুতল নির্মাণ করতে চাইছে৷ নতুন শিল্পতো আসেনি উল্টে বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে৷ 

পেট্রোপন্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ বলেন, অন্যান্য রাজ্য শুল্ক কমালেও তৃণমূল সরকার পেট্রল-ডিজেলের দাম কমাচ্ছে না। যদি এই সরকার দাম না কমায় তবে বিজেপি বড় আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে।

Sunday, November 7, 2021

মর্মান্তিক দুর্ঘটনায় মুর্শিদাবাদের মৃত ও আহতদের পরিবারের সাথে দেখা করলেন অধীর চৌধুরী


নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের বড়ঞ্জা থানার সৈয়দ পাড়া গ্রামের মৃত পাঁচ ব্যক্তির পরিবারের সাথে দেখা করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি রবিবার বড়ঞ্জা গ্রামে পৌঁছে মৃতদের পরিবারবর্গকে পাশে থাকার আশ্বাস দিলেন। ওই স্থানের গুরুতর আহত আরো ছয় জনের চিকিৎসার দায়িত্বও নিলেন। যদিও আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতার এস এস কে এম-এ ভর্তি করা হয়েছে। 

প্রসঙ্গত ৫ ই নভেম্বর ভোরে কলকাতা থেকে মুর্শিদাবাদে ফেরার পথে বর্ধমান-কাটোয়া রোডে কামনাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়ি। ডাম্পারে ধাক্কা মেরেছিল। গাড়ির মধ্যে ১১ জন যাত্রী ছিল। 

ঘটানস্থলে ৫ জনেরই মৃত্যু হয়। এক জনের নাম জানা যায়নি। বাকি চার মৃতরা হলেন রাসেদ সেখ(৬০), সায়েনুর খাতুন (১৭), সোনালী খাতুন (১৯), ও তিন বছরের শিশু সায়ন সেখ। 

এদিন অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক শফিউল আলম, কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার এবং বড়ঞ্জা ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক।

Thursday, November 4, 2021

প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর। দীপাবলির রাত ৯.২২ মিনিট নাগাদ এস এস কে এম হাসপাতালে তিনি মারা যান। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন। গত ২৫ অক্টোবর বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ষ্টেন বসানো হয়েছিল মন্ত্রীর। সুস্থ হয়ে উঠছিলেন। বর্নময় প্রবীন এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Tuesday, November 2, 2021

চার কেন্দ্রে তৃনমূল জিতল, বিরোধী শূন্যর ছক মনঃপুত হল


নিজস্ব প্রতিনিধিঃ যা হবার ছিল তাই হল চার কেন্দ্রের উপনির্বাচনে। আশ্চর্যজনক কিছু ঘটেনি। তৃনমূলের পথেই জয় নিশ্চিত করল চার প্রার্থী। দিনহাটা ও শান্তিপুর বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃনমূল। 

দিনহাটায় জিতলেন উদয়ন গুহ। শান্তিপুর জিতে নিলেন ব্রজকিশোর গোস্বামী। ওই দুই কেন্দ্রে বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপির দুই সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। দু'জন সাংসদ পদ ধরে রাখতে বিধায়ক পদে ইস্তফা দিয়ে দেন। কিন্তু উপনির্বাচনে ওই দুটি কেন্দ্রে গড় ধরে রাখতে ব্যর্থ হল বিজেপি। 

খড়দহ কেন্দ্রে প্রয়াত কাজল সিনহা জয়ী হয়েছিলেন। কিন্তু তিনি ফলাফল দেখে যেতে পারেননি। এই কেন্দ্রে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রীর জন্য সরে দাঁড়ানো কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দল দাঁড় করায়। কাজল সিনহার মার্জিনকে ছাপিয়ে জয়ী হলেন কৃষিমন্ত্রী। বিজেপি প্রার্থী জয় সাহা দ্বিতীয় স্হান ধরে রাখলেও ব্যবধান বহুগুণ। 

গোসাবা বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সুব্রত মন্ডলও বিপুল মার্জিনে জিতলেন।

 এই উপনির্বাচনে চার কেন্দ্রে তৃনমূলের রেকর্ড মার্জিনে জয়। যা গনতন্ত্রের পক্ষে সুখকর নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটে হার-জিত থাকবে। কিন্তু বিরোধীরা মত প্রকাশে বাধা পেলে সেটা অপুষ্টিজনিত গনতন্ত্র হিসেবে প্রতিপন্ন হবে। এর প্রভাব সুদূর প্রসারী। যা বামেদেরকে আজও খেসারত দিয়ে যেতে হচ্ছে।

Monday, November 1, 2021

অস্ত্র সমেত এস টি এফের হাতে গ্রেপ্তার বরানগরে


নিজস্ব প্রতিনিধিঃ বরানগর থেকে অস্ত্র সমেত এক ব্যক্তিকে পাকড়াও করল এস টি এফ। ধৃত মহম্মদ নাজির হুসেন (২৩) হাওড়ার বেলেলিয়াস রোডের বাসিন্দা। বর্তমানে খিদিরপুর অঞ্চলে থাকছিলেন।
 সোমবার সন্ধ্যায় বরানগর থানার আলমবাজার মোড় থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়। এস টি এফ সূত্রে খবর, ধৃত নাজির হুসেন বিহার থেকে আসছিল। তার কাছ থেকে ৯ টি আগ্নেয়াস্ত্র মিলেছে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। 

এই ঘটনায় বরানগর থানায় একটি মামলা রুজু করেছে এস টি এফ।