Tuesday, November 9, 2021

জেলায় জেলায় আজ পেট্রল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচি বিজেপির

 
নিজস্ব প্রতিনিধিঃ আজ রাজ্য জুড়ে পেট্রল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিজেপি। পেট্রল-ডিজেলের ওপর থেকে রাজ্য সরকারকে শুল্ক কমাতে হবে এই দাবিতে জেলায় জেলায় পেট্রল পাম্পের সামনে বিজেপি কর্মীরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে ও হাতে পোষ্টার নিয়ে প্রতিবাদ জানাবে। 

কেন্দ্র পেট্রল-ডিজেলের দাম কমানোর পরই ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দাম কয়েক ধাপ কমিয়ে দেয়। কিন্তু ব্যাতিক্রমী এই রাজ্য। যারা পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সবার আগে সোচ্চার হয়েছিল। 

এমনকি করোনা কালে লকডাইনের মধ্যেই তৃনমূল রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানিয়েছিল। দাম কমানোর প্রশ্নে এখন কার্যত নীরব রাজ্যের শাসকদল। আর এখানেই বিজেপি এই সরকারের লোক দেখানো কুমির কান্না নিয়ে প্রশ্ন তুলে সোমবারই পথে নেমেছিল। 

কিন্তু পুলিশ মিছিলে বাধা দেয়। বিজেপির রাজ্য দপ্তর মুরলী ধর লেনের চারপাশ আগে থাকতে পুলিশ আটকে দেয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। করোনার বিধি নিষেধ দেখিয়ে পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। 

জমায়েত স্থলে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, পেট্রল-ডিজেলের দাম কমাতে আন্দোলন চলবে। এই সরকারের দ্বিচারিতা মানুষের সামনে তুলে ধরা হবে।

No comments:

Post a Comment