নিজস্ব প্রতিনিধিঃ স্কুল খোলার আনন্দে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যখন মাতোয়ারা ঠিক সেই মুহূর্তে কলকাতার উপকন্ঠে একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের চোখে জল। তাঁরা চাকরি ফিরে পেতে সেই সঙ্গে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে স্কুলের গেটে জড়ো হয়েছিলেন।
এই ছবি টালিগঞ্জের এন এস সি বোস রোডের জি ডি বিড়লা স্কুলে। করোনা কালে ১১০ জন শিক্ষক-অশিক্ষক কর্মীকে কোনো কারণ ছাড়াই নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এদিন পোষ্টার হাতে স্কুলের গেটের সামনে তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়।
প্রত্যেকেরই বক্তব্য, লকডাউনে স্কুলের ফিজ না পাওয়ার অজুহাত দিয়ে পাওনা টাকা এখনো দেয়নি। এদিকে চাকরি কেড়ে নিয়েছে। বিক্ষোভরত কর্মীদের দাবি, ২০-৩০ বছর ধরে যারা কাজ করেছেন তাদের অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁরা না পেয়েছেন পাওনা টাকা না পেয়েছেন সময়ে নোটিশ। ইতিমধ্যেই এই নিয়ে আন্দোলনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
মঙ্গলবার স্কুল খুলতেই জি ডি বিড়লার বরখাস্ত প্রত্যেকেই চাকরি ফেরত সহ বকেয়া বেতনের দাবিতে সোচ্চার হয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। যদিও এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
No comments:
Post a Comment