Wednesday, November 17, 2021

বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

 
প্রতিনিধিঃ বিধানসভায় মূলতুবি প্রস্তাব আনে বিরোধী দল বিজেপি। কিন্তু সরকার পক্ষ আমলই দিলনা। এরপরই বিরোধী বিধায়করা বিধানসভা ওয়াক আউট করে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা বিক্ষোভ দেখায়। প্লাকার্ড, পোষ্টার হাতে বিধায়করা স্লোগান দিতে থাকে।

 এদিন বিরোধীরা মূলত তিনটি বিষয় নিয়ে প্রস্তাব রাখে। এক, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দুই, গত ১০ দিনের মধ্যে ভগবানপুরে ২ জন বিজেপি কর্মী নৃশংসভাবে খুন। তিন, বেকারত্ব বৃদ্ধি। সরকার যেখানে মদের দাম কমাচ্ছে অথচ পেট্রোল-ডিজেলের ওপর থেকে শুল্ক কমাচ্ছে না। প্রস্তাব আকারে এই দাবি পেশ করা হলে সরকার পক্ষ আমলই দিলনা। 

এরপর বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখিয়ে বেরিয়ে আসেন। বাইরে জড়ো হয়ে তাঁরা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

No comments:

Post a Comment