নিজস্ব প্রতিনিধিঃ বিএসএফের কাছে গিয়ে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। তাও আবার তৃণমূলের দুই বিধায়কের হয়ে। বৃহস্পতিবার বিকেলে রাজারহাটে বিএসএফের সদর দপ্তরে বিধানসভার বিরোধী দলনেতা সহ ৫০ জন বিজেপি বিধায়ক উপস্থিত হন। সীমান্ত রক্ষী বাহিনীর প্রত্যেকের হাতে পদ্মফুল ও মিষ্টি তাঁরা তুলে দেন।
বিএসএফের সঙ্গে মিলিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, জনপ্রতিনিধি হয়ে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ক্ষমা চাইলাম। কেননা শাসকদলের দুই বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে বি এস এফের বিরুদ্ধে যে কদর্য ভাষা ব্যবহার করেছেন তা অতি নিন্দনীয়। তিনি তৃনমূলকে বিঁধে আরো বলেন, পারলে বিধায়ক উদয়ন গুহ ও তাপস রায়কে এনে এখানে ক্ষমা চাওয়ান।
সম্প্রতি রাজ্যে বি এস এফের পরিধি পনেরো থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া হয়েছে। গত ১৬ ই অক্টোবর এই নিয়ে বিরোধীতা করে বিধানসভায় প্রস্তাব আনে শাসক দল। সেখানেই দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহ বিএসএফকে কূকথায় আক্রমণ করেন। এমনকি 'বিএসএফ তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয়' এই কদর্য ভাষাও ব্যবহার করেন। এরপরই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃনমূল বিধায়কের ভাষা সন্ত্রাস নিয়ে সোচ্চার হন।
No comments:
Post a Comment