Friday, November 19, 2021

তিন কৃষি আইন বাতিল, ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কৃষি আইন প্রত্যাহার করে নিল কেন্দ্র। গুরুনানকের জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 

সকালে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান,'দেশের কাছে ক্ষমা চেয়ে মেনে নিচ্ছি আমাদের সিদ্ধান্তে ত্রুটি ছিল'। কৃষি আইন আদতে কৃষকের স্বার্থে। তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল। কৃষকেরা মাঠে ফিরে আসুন আবেদন প্রধানমন্ত্রীর। 

আগামী ২৬ নভেম্বর কৃষক আন্দোলন এক বছর পূর্ণ হবে। কৃষক সংগঠনগুলো এতদিন লাগাতার রাস্তায় বসে থেকে কৃষি আইন প্রত্যাহার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আচমকা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কৃষকদের জয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। 

বিশেষ করে বামপন্থী কৃষক সংগঠনগুলো তিন কৃষি আইনের বিরোধিতা প্রথম থেকেই করে আসছিল। যদিও প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে তারা রাজনৈতিক ভাবে ব্যাখ্যা দিচ্ছে। রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর কৃষি আইন বাতিল ঘোষণার পর থেকে আন্দোলনের ফসল যে যার মতো করে ঘরে তুলতে ময়দানে নেমে পরেছে। 

বিরোধীদের দাবি, ২০২৪ এ ভোটে হারার ভয়ে নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হল।

No comments:

Post a Comment