Monday, November 22, 2021

এস এস সি'র নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে এস এস সি'র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ১৭ ই নভেম্বর মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভৎসনা করেছিল আদালত। এমনকি বিচারপতি বলেছিলেন, প্রয়োজনে কমিশনের অফিস কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে নথিপত্র উদ্ধার করা হবে। ওইদিনই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ২৫ জনের বেতন বন্ধ করার নির্দেশও দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

স্কুল সার্ভিস কমিশন ২০১৩ সালে ১৩ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। যথারীতি পরীক্ষা হয়। এরপর প্যানেলও প্রকাশ করে। কিন্তু ২০১৯ এ প্যানেল বাতিল হয়ে যায়। তা সত্ত্বেও অবৈধভাবে নিয়োগ হওয়া নিয়ে সরব হয় চাকরি প্রার্থীরা। 

সোমবার কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ আদালতের নির্দেশে হলফনামা জমা দেয়। তারপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের ঘোষণা করে। এবং আগামী ২১ শে ডিসেম্বরের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথাও জানিয়ে দেয় আদালত।

No comments:

Post a Comment