Monday, November 8, 2021

বাংলার মেরুদন্ড জুট শিল্প ও চা বাগানকে ধ্বংস করেছে তৃনমূলঃ অর্জুন সিং


নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মেরুদণ্ড জুটমিল ও চা বাগানকে ধংস করেছে তৃণমূল৷ প্রতিবছর রাজ্য কোটি-কোটি টাকা খরচ করে 'বিজনেস সামিট' হলেও এখন পর্যন্ত কোনো শিল্প আসেনি৷ দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের।

 তিনি রবিবার সন্ধ্যায় হুগলি জেলার রিষড়া পুরসভার ১০নং ওয়ার্ডের জেলা বিজেপি নেতা মনোজ সিংয়ের নেতৃত্বে দীপাবলি মিলন উৎসবে উপস্থিত হন। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাজ্য বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জী এমন কোনো কাজ করেননি যে বাংলায় কোনো  শিল্পপতি ব্যাবসা করতে পারে৷ এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যে বাংলায় তারাই ব্যাবসা করতে পারবে যারা তৃণমূল নেতাদের ব্যক্তিগত খাতায় রাজস্ব দেবে৷ 

এই সরকার শিল্প বিরোধী সরকার৷ পশ্চিম বাংলা জুট শিল্প এবং চা বাগানের জন্য বিখ্যাত৷ কিন্তু তৃণমূল সরকার ওই দুই শিল্পকে বন্ধ করে তাঁদের কারখানার জায়গায় বহুতল নির্মাণ করতে চাইছে৷ নতুন শিল্পতো আসেনি উল্টে বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে৷ 

পেট্রোপন্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ বলেন, অন্যান্য রাজ্য শুল্ক কমালেও তৃণমূল সরকার পেট্রল-ডিজেলের দাম কমাচ্ছে না। যদি এই সরকার দাম না কমায় তবে বিজেপি বড় আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে।

No comments:

Post a Comment