Sunday, November 7, 2021

মর্মান্তিক দুর্ঘটনায় মুর্শিদাবাদের মৃত ও আহতদের পরিবারের সাথে দেখা করলেন অধীর চৌধুরী


নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের বড়ঞ্জা থানার সৈয়দ পাড়া গ্রামের মৃত পাঁচ ব্যক্তির পরিবারের সাথে দেখা করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি রবিবার বড়ঞ্জা গ্রামে পৌঁছে মৃতদের পরিবারবর্গকে পাশে থাকার আশ্বাস দিলেন। ওই স্থানের গুরুতর আহত আরো ছয় জনের চিকিৎসার দায়িত্বও নিলেন। যদিও আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতার এস এস কে এম-এ ভর্তি করা হয়েছে। 

প্রসঙ্গত ৫ ই নভেম্বর ভোরে কলকাতা থেকে মুর্শিদাবাদে ফেরার পথে বর্ধমান-কাটোয়া রোডে কামনাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়ি। ডাম্পারে ধাক্কা মেরেছিল। গাড়ির মধ্যে ১১ জন যাত্রী ছিল। 

ঘটানস্থলে ৫ জনেরই মৃত্যু হয়। এক জনের নাম জানা যায়নি। বাকি চার মৃতরা হলেন রাসেদ সেখ(৬০), সায়েনুর খাতুন (১৭), সোনালী খাতুন (১৯), ও তিন বছরের শিশু সায়ন সেখ। 

এদিন অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক শফিউল আলম, কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার এবং বড়ঞ্জা ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক।

No comments:

Post a Comment