নিজস্ব প্রতিনিধিঃ বরানগর থেকে অস্ত্র সমেত এক ব্যক্তিকে পাকড়াও করল এস টি এফ। ধৃত মহম্মদ নাজির হুসেন (২৩) হাওড়ার বেলেলিয়াস রোডের বাসিন্দা। বর্তমানে খিদিরপুর অঞ্চলে থাকছিলেন।
সোমবার সন্ধ্যায় বরানগর থানার আলমবাজার মোড় থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়। এস টি এফ সূত্রে খবর, ধৃত নাজির হুসেন বিহার থেকে আসছিল। তার কাছ থেকে ৯ টি আগ্নেয়াস্ত্র মিলেছে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় বরানগর থানায় একটি মামলা রুজু করেছে এস টি এফ।
No comments:
Post a Comment