Thursday, October 28, 2021

পুকুর ভরাটে সাংবাদিক যুক্ত এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ব্যারাকপুরে


বিশেষ প্রতিনিধি, ব্যারাকপুরঃ গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। আর সেই স্তম্ভই যদি পরিবেশ রক্ষার কাজে আড়কাঠি হয়ে দাঁড়ায় তাহলে বিশ্বাসযোগ্য কি করে থাকে? 

বহুদিন যাবৎ এই রাজ্যে পুকুর ভরাটের অজস্র ঘটনা সামনে এসেছে। সেখানে স্হানীয়স্তরের রাজনৈতিক কেষ্টবিষ্টুদেরই নাম উঠে আসত। প্রশাসনের একটা চক্রও এর সঙ্গে যুক্ত থাকে এখবর কারো অজানা নয়। 

কিন্তু সম্প্রতি জগদ্দলে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে ব্যারাকপুর মহকুমার কতিপয় সাংবাদিকের নাম জড়িয়েছে। আর তারপর থেকেই রাজনীতির অন্দরে সমালোচনা চলছে। মুখ পুড়ছে এই পেশায় নিযুক্ত বহু সংবাদ কর্মীদের।

 
ঘটনায় স্যোসাল মিডিয়ায় এক ব্যক্তির লেখা পোস্ট ঘিরে এখন শোরগোল। তিনি উল্লেখ করেছেন,"বাংলায় পুকুর ভরাট....মতলব তালাব ভরনা..... লাখো কা খেল হ্যায়..... আশ্চর্য হোগা কি পুলিশ সে লেকার পত্রকার তক সামিল হ্যায় ইস কান্ড মে! খুলাসা হো যায়তো ক্যায়েসা রহেগা"?

No comments:

Post a Comment