নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর জেহাদী শক্তির হামলার প্রতিবাদে বিজেপি রাজ্য জুড়ে সোচ্চার হয়েছে। সোমবার বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হল। বৃষ্টি উপেক্ষা করেই বিজেপির নেতা-কর্মীরা এদিন বিক্ষোভে সামিল হয়েছিলেন।
কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জেলা কমিটির সহ-সভাপতি বিজয় মুখার্জি, জেলার সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আঁশ, সমীর দত্ত, ব্যারাকপুর মন্ডল-১ সভানেত্রী জয়ন্তী পাল, যুব নেতা কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, আগামীদিনে জেহাদী ও তালিবানিরা একত্রিত হয়ে বাংলা দখলের চেষ্টা চালাবে। ওই দুই অশুভ শক্তির বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই জারি রাখতে হবে।
বাংলাদেশের নারকীয় ঘটনার নিয়ে বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা নিয়েও এদিন প্রশ্ন তুললেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
অপরদিকে রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, বাংলাদেশে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। ওপার বাংলায় হিন্দুদের ওপর বর্বরোচিত আক্রমনের ঘটনার পরও রাজ্য সরকার ও বুদ্ধিজীবীরা কার্যত নীরব।
No comments:
Post a Comment