নিজস্ব প্রতিনিধিঃ যা হবার ছিল তাই হল চার কেন্দ্রের উপনির্বাচনে। আশ্চর্যজনক কিছু ঘটেনি। তৃনমূলের পথেই জয় নিশ্চিত করল চার প্রার্থী। দিনহাটা ও শান্তিপুর বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃনমূল।
দিনহাটায় জিতলেন উদয়ন গুহ। শান্তিপুর জিতে নিলেন ব্রজকিশোর গোস্বামী। ওই দুই কেন্দ্রে বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপির দুই সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। দু'জন সাংসদ পদ ধরে রাখতে বিধায়ক পদে ইস্তফা দিয়ে দেন। কিন্তু উপনির্বাচনে ওই দুটি কেন্দ্রে গড় ধরে রাখতে ব্যর্থ হল বিজেপি।
খড়দহ কেন্দ্রে প্রয়াত কাজল সিনহা জয়ী হয়েছিলেন। কিন্তু তিনি ফলাফল দেখে যেতে পারেননি। এই কেন্দ্রে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রীর জন্য সরে দাঁড়ানো কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দল দাঁড় করায়। কাজল সিনহার মার্জিনকে ছাপিয়ে জয়ী হলেন কৃষিমন্ত্রী। বিজেপি প্রার্থী জয় সাহা দ্বিতীয় স্হান ধরে রাখলেও ব্যবধান বহুগুণ।
গোসাবা বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সুব্রত মন্ডলও বিপুল মার্জিনে জিতলেন।
এই উপনির্বাচনে চার কেন্দ্রে তৃনমূলের রেকর্ড মার্জিনে জয়। যা গনতন্ত্রের পক্ষে সুখকর নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটে হার-জিত থাকবে। কিন্তু বিরোধীরা মত প্রকাশে বাধা পেলে সেটা অপুষ্টিজনিত গনতন্ত্র হিসেবে প্রতিপন্ন হবে। এর প্রভাব সুদূর প্রসারী। যা বামেদেরকে আজও খেসারত দিয়ে যেতে হচ্ছে।
No comments:
Post a Comment