নিজস্ব প্রতিনিধিঃ এবার সামনে এল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি নিয়োগে দুর্নীতি। এক আবেদনকারীর মামলার ভিত্তিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই রহস্য প্রকাশ করে। এমনকি একজনের বেতন বন্ধের নির্দেশও দেয়। আরো চারশো জনের ভুয়ো নিয়োগের তালিকার কথা আদালত উল্লেখ করে।
এর আগে গ্রুপ-ডি নিয়োগ নিয়ে ল্যাজে গোবরে হয়েছে স্কুল সার্ভিস কমিশন। গত ১৭ ই নভেম্বর হাইকোর্ট এস এস সি ও মধ্যশিক্ষা পর্ষদকে এই নিয়ে তীব্র ভৎসনা করে। সিবিআই তদন্তের নির্দেশও দেন প্রধান বিচারপতি।
পরে রাজ্য সরকার চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। এবং সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ পেয়ে যায়। সেই মামলায়ও ৪৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
No comments:
Post a Comment