Wednesday, December 8, 2021

প্রয়াত দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত


নিজস্ব প্রতিনিধিঃ চপার দুর্ঘটনায় প্রান হারালেন দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। বুধবার দুপুর ১২.২০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পাহাড় এলাকায় তাঁর কপ্টারটি ভেঙে পড়ে। 

ঘন জঙ্গলের মধ্যে পড়ে চপারটির টুকরো ধ্বংসাবশেষ থেকে আগুন জ্বলতে দেখা গিয়েছে।  সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও সেনাবাহিনীর আরো ১৩ জন অফিসার  চপারটিতে সওয়ার করছিলেন। 

ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ তিনজনকে দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কয়েকঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন জেনারেল বিপিন রাওয়াত ও সঙ্গী স্ত্রী।

No comments:

Post a Comment